ad
ad

Breaking News

South Dinajpur Paddy

ফসলের মাঠে সবুজ স্বস্তির হাওয়া, দক্ষিণ দিনাজপুরে এবার ধানের সোনালি সাফল্য!

জেলার কৃষি দফতরের মতে, শেষমেশ প্রকৃতির খেলাই কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে

South Dinajpur Paddy Boom 2025: Farmers Rejoice with Harvest

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: উত্তরবঙ্গের একাধিক জেলা যখন বন্যার দাপটে ধান চাষে বড়সড় ক্ষতির সম্মুখীন, সেই সময়ে ব্যতিক্রমী চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলার প্রধান অর্থকরী ফসল ধানের ফলন এ বছর অত্যন্ত ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। যদিও ফলনের মাঝপথে আবহাওয়ার খামখেয়ালিপনা এবং চোষক পোকার (South Dinajpur Paddy) আক্রমণে এক সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল। মনে করা হচ্ছিল, বাম্পার ফলনের সম্ভাবনা হয়তো এবার ধাক্কা খাবে।

আরও পড়ুনঃ অবশেষে হাওয়ায় হিমের ছোঁয়া, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! এই সপ্তাহে কী বলছে হাওয়া অফিস?

কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই শঙ্কা দূর হয়েছে। জেলার কৃষি দফতরের মতে, শেষমেশ প্রকৃতির খেলাই কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। জেলা কৃষি আধিকারিক অমিত চট্টোপাধ্যায় এই বিষয়ে জানান, “কিছুদিন বৃষ্টি পড়ার আগেই আদ্রতা বেড়ে যাওয়ায় জেলার কিছু এলাকায় চোষক পোকার আক্রমণ হয়েছিল ঠিকই। কিন্তু সেই অকালবৃষ্টি উল্টে কৃষকদের রক্ষা করেছে। বৃষ্টি সেই পোকার প্রকোপ অনেকটাই কমিয়ে দিয়েছে।” (South Dinajpur Paddy) 

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/

যদিও আধিকারিক বলছেন যে সামান্য কিছু ক্ষতি একেবারেই হয়নি এমন নয়। তিনি জানান, “বৃষ্টি ধানের ক্ষতি সেভাবে করেনি। অল্প বিস্তর ক্ষতি হয়েছে। সেই ক্ষতির হিসাব তৈরি করে উচ্চ দফতরে পাঠানো হচ্ছে।” (South Dinajpur Paddy) 

অন্যদিকে, কৃষকদের আর এক বড় ভরসা ‘বাংলা কৃষি বীমা যোজনা’। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সুরক্ষার ব্যবস্থা করেছে প্রশাসন। এ বছর জেলার বিশাল সংখ্যক কৃষক ‘বাংলা কৃষি বীমা যোজনা’ প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত কৃষকেরা সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাঁরা এই বীমার মাধ্যমে নিজেদের ঘাটতি অনেকটাই পূরণ করতে পারবেন।

প্রকৃতির খামখেয়ালিপনায় সাময়িক ধাক্কা এলেও, দক্ষিণ দিনাজপুরের ধানের মাঠে এখন সবুজ স্বস্তির হাওয়া। ভালো ফলন এবং সরকারি বীমা প্রকল্পের সহায়তায় কৃষক সমাজে এখন কেবল আনন্দের দিনের অপেক্ষাই চলছে। (South Dinajpur Paddy)