চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যে ফের এসআইআর-এনআরসি আতঙ্কে আত্মহত্যা। এবার ঘটনাটি ঘটেছে নওশাদ গড় ভাঙড়ে। প্রাণ হারালেন সফিকুল গাজি নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। সফিকুলের বাড়িতে পাওয়া যায় তাঁর দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জয়পুর এলাকা সহ গোটা ভাঙড়ে। জানা গিয়েছে, গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সফিকুল। এই পর্যন্ত এসআইআর আতঙ্কে রাজ্যে মোট ৯টি মৃত্যুর অভিযোগ উঠেছে (SIR-NRC Fear)।
এলাকার একাংশের বক্তব্য, সফিকুল উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের কুলটি পঞ্চায়েতের ঘুসিঘাটার বাসিন্দা এবং কিছুদিন ধরে তিনি জয়পুরে থাকছিলেন তাঁর শ্বশুরবাড়িতে। মাস কয়েক আগে তিনি আহত হন এক দুর্ঘটনায় এবং তারপর থেকে ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। স্ত্রী মদিরা বিবির বক্তব্য, গত কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন সফিকুল এবং বারবার বলছিলেন যে তাঁর কোনও পরিচয়পত্র বা ভাই-বাপ নেই, তো কি হবে। স্ত্রী বারবার বোঝাতেন। তার মাঝেই বুধবার এমন দুঃখজনক ঘটনা ঘটল (SIR-NRC Fear)।
প্রসঙ্গত, এসআইআর আতঙ্কে একের পর এক আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর মঙ্গলবার এর বিরোধিতা করতে পথে নামে তৃণমূল কংগ্রেস। ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বস্তরের নেতারা মিছিল করেন। এরপর জোড়াসাঁকোয় মঞ্চে উঠে তিনি একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন। তৃণমূল সুপ্রিমো জানান যে চিন্তার কোনও কারণ নেই এবং দল সকলের পাশে থাকবেন। তারপরও এমন একটি ঘটনা। সেক্ষেত্রে দেখার যে জল কোনদিকে গড়ায় শেষ পর্যন্ত। কি হয় আগামীদিনে, তার উপরই এখন নজর সকল রাজ্যবাসীর(SIR-NRC Fear)।