চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের কিরণচন্দ্র চা বাগানে দুটি চিতার লড়াইয়ে একটি চিতার মৃত্যু হল(Leopard Fight)। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কিরণচন্দ্র চা বাগানের ১২ নম্বর সেকশনে চা শ্রমিকরা একটি চিতা বাঘকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। (Leopard Fight) দ্রুত চা শ্রমিকরা বাগান কর্তৃপক্ষ ও বন দফতরকে খবর দেন। খবর পেয়ে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান।
এই বিষয়ে এডিএফও রাহুল দেব মুখোপাধ্যায় জানান, বাগান থেকে চিতার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে তাঁদের কর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করেছেন। (Leopard Fight) ময়নাতদন্ত করা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য কোনো চিতা বাঘ বা বন্যপ্রাণীর আক্রমণের কারণেই এই স্ত্রী চিতা বাঘটির মৃত্যু হয়েছে। মৃত চিতাটির বয়স আনুমানিক সাড়ে তিন থেকে সাড়ে চার বছর।
এই ঘটনার পর চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বন দফতর শ্রমিকদের উদ্দেশে জানিয়েছে, সকাল এবং সন্ধ্যার দিকে চা বাগানে কাজ করার সময় তাঁদের সাবধানতা অবলম্বন করা উচিত। অনেক সময় চা বাগানের নালায় চিতা বাঘ বাচ্চা দেওয়ার জন্য লুকিয়ে থাকে।
Bangla Jago fb:https://www.facebook.com/Banglajagotvofficial