গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: সমাজের নীরব নায়কদের সম্মান জানাতে এবার এক অনন্য উদ্যোগ শুরু করেছে “পজিটিভ বার্তা”। এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘পাড়া সম্মান – গুণী সম্মান ২০২৫’, যার মাধ্যমে সমাজের নানা ক্ষেত্রে নিঃস্বার্থভাবে কাজ করা মানুষদের সামনে এনে তাঁদের অবদানকে তুলে ধরা হবে (Silent Heroes)।
আরও পড়ুনঃ ক্যারিবিয়ান ক্রিকেটের এমন হাল দেখে দুঃখ হয় : সম্বরণ বন্দ্যোপাধ্যায়
সমাজে অনেকেই আছেন যারা মানুষের কল্যাণে কাজ করেন, কিন্তু প্রচারের বাইরে থেকে, নীরবে। তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, ক্রীড়া ও যুবকল্যাণ বা সামাজিক সচেতনতার ক্ষেত্রে অবদান রাখছেন। কিন্তু তাদের এই নিঃস্বার্থ পরিশ্রম প্রায়ই অচেনা থেকে যায়। এই উদ্যোগের লক্ষ্য সেই “নীরব সমাজযোদ্ধাদের” সম্মান জানানো এবং তাঁদের কর্মকাণ্ডকে সমাজে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা। (Silent Heroes)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয় পীট বলেন, “আমাদের সমাজে অনেক মানুষ আছেন, যারা কোনো প্রচার ছাড়াই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের সম্মান জানিয়ে আমরা সমাজে ইতিবাচক বার্তা ছড়াতে চাই। আমরা চাই মানুষ বুঝুক—প্রত্যেকটি ছোট ভালো কাজ সমাজের জন্য বড় পরিবর্তন আনতে পারে।”
উদ্যোগটি স্বচ্ছতা এবং ন্যায্যতা বজায় রাখতে বিশেষভাবে পরিকল্পিত। স্থানীয় মন্দির, ট্রাস্ট, মসজিদ, চার্চ, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, সংবাদমাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠান — এদের মনোনীত বা অনুমোদিত প্রার্থীরাই সম্মাননা পাবেন। পুরস্কার প্রদানের পদ্ধতিও ব্যতিক্রমী; মনোনয়নকারী সংস্থার আয়োজিত অনুষ্ঠানে সরাসরি প্রাপকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
এই কর্মসূচীর লক্ষ্য, সারাবছর ধরে ৫,০০০-এরও বেশি মানুষকে সম্মানিত করা, যারা সমাজে মানবসম্পদ ও সামাজিক উন্নয়নের নীরব স্তম্ভ হিসেবে কাজ করে চলেছেন। (Silent Heroes)
উদ্যোগের গুরুত্ব উপলব্ধি করে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে বর্ধমানে বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয় পীট ছাড়াও জেলার সাংবাদিক, বিশিষ্টজন এবং সমাজসেবী নেতারা। সভায় বক্তারা উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, “এ ধরনের পদক্ষেপ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং আরও মানুষকে সমাজকল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করে।”
স্থানীয় নাগরিকদের প্রতিক্রিয়াও ইতিবাচক। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ শুধু নীরব সমাজসেবীদের সম্মানিত করবে না, বরং সমাজে মানবিক কাজকে আরও জনপ্রিয় ও প্রসারিত করবে। পজিটিভ বার্তার উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁরা আগামী বছরগুলোতে নিয়মিত এই উদ্যোগ চালিয়ে যেতে চান। সমাজের প্রতিটি স্তরে মানবিক কাজকে তুলে ধরে, এই ধরনের পদক্ষেপ একটি বড় সামাজিক আন্দোলনের সূচনা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। (Silent Heroes)