ad
ad

Breaking News

Party Revolt

Party Revolt: “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ”, সিদ্দিকুল্লাকে কালো পতাকা দেখালেন তাঁরই দলের লোকেরা

Bangla Jago Desk: নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা দেখানো হল গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে (Party Revolt)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মন্তেশ্বর ঢুকতেই গ্রন্থাগার মন্ত্রীকে গোব্যাক স্লোগান! তাঁর দলের লোকজনই তাঁকে “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ” বলে গর্জে ওঠে। “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ”, সিদ্দিকুল্লাকে কালো পতাকা দেখালেন তাঁরই দলের লোকেরা pic.twitter.com/nEnX2R2qpe — Bangla Jago Tv (@BanglaJagotv) July 3, 2025 [আরও পড়ুন: Lia Thomas: […]

Party Revolt: Black Flags Shown to Siddiqullah

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা দেখানো হল গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে (Party Revolt)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মন্তেশ্বর ঢুকতেই গ্রন্থাগার মন্ত্রীকে গোব্যাক স্লোগান! তাঁর দলের লোকজনই তাঁকে “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ” বলে গর্জে ওঠে।

[আরও পড়ুন: Lia Thomas: মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই পদক খোয়ালেন লিয়া টমাস]

এদিন সকালে মালডাঙায় যান সিদ্দিকুল্লা। সেখানেই তাঁকে দেখে গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ এগিয়ে আসেন। তুমুল চিৎকার চেঁচামেচি শুরু করে সে ও তাঁর সঙ্গে থাকা লোকজন। ক্ষুব্ধ গ্রন্থাগার মন্ত্রী অভিযোগ করেন, তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের নির্দেশে পুলিশের সামনে গুণ্ডাবাহিনী তাঁকে কালো পতাকা দেখিয়ে তেড়ে আসে। ঘটনার সময় পুলিশ নির্বিকার ভাবে দাঁড়িয়ে ছিল। পুলিশ কোন পদক্ষেপ নেয়নি (Party Revolt)

[আরও পড়ুন: Siuri Madrasa Road: বাংলা জাগো খবরের জের, রাস্তার হাল ফেরাতে যুদ্ধকালীন তৎপরতা সিউড়ি পুরসভার]

এদিকে এই ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন, “আমাদের এখানে তোলাবাজ-ধান্দাবাজ-চিটিংবাজ মন্ত্রী আছেন। উনি তোলা ছাড়া কিছুই বোঝেন না। চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর হল, আমরা ভেবেছি একজন মন্ত্রী পেয়েছি। মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। সবার চাল-গমের প্রয়োজন হয় না। কিছু মানুষের সার্টিফিকেটেরও দরকার পড়ে। কিন্তু তা থেকে মানুষ বঞ্চিত হয়েছেন। আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো এখানে। চার বছর পর এখানে দালালি করতে এসেছে। আমরা দলীয়ভাবেও ওঁকে পাশে পাইনি, সাধারণ মানুষ হয়েও সাহায্য পাইনি (Party Revolt)।”