চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করে ফের বিতর্কে জড়ালেন বীরভূম জেলার প্রাক্তন সভাপতি শ্যামাপদ মণ্ডল। শ্যামাপদ মণ্ডলের বিতর্কিত মন্তব্যে এরমধ্যে প্রশ্ন উঠছে, পদ্ম শিবির কী আইনের শাসনকে মানছে না? আরও প্রশ্ন,দাদার পুলিশ দিয়ে ভোট করে হেরে যাওয়ার পর কেন পুলিশকে নিশানা করা হচ্ছে?
বিজেপি আছে বিজেপিতেই।বারবার বাংলার ভোটে হেরেও সংযমের কোনও লক্ষ্নণ চোখে পড়ছে না।লোকসভায় আসন কমেছে,১৮ থেকে ১২ টি আসনে দাঁড়িয়েছে বিজেপির। একের পর এক বিধানসভার উপ-নির্বাচনে ভরাডুবি হচ্ছে। বাংলার রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হচ্ছে বিরোধী শিবির। তবুও গেরুয়া শিবিরের নেতারা উস্কানিমূলক মন্তব্য করতে ছাড়ছেন না।এবার দিলীপ ঘোষের পথে এভাবেই পুলিশ-প্রশাসনকে হুঙ্কার দিলেন বীরভূমের শ্যামাপদ মণ্ডল। রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা বীরভূম জেলার প্রাক্তন সভাপতি শ্যামাপদ মণ্ডল সাঁইথিয়া থানার পুলিশকে রাখঢাক না করে আবারও বিজেপি নেতার মুখে কুকথা শোনা যায়। পুলিশকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।শুধু
পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করাই নয়, তৃণমূল নেতাদের খাল খিঁচে নেওয়ার-র হুমকিও দেন তিনি।যে পেশি শক্তির রাজনীতি করতে গিয়ে গেরুয়া ফিকে হচ্ছে,যে হুমকির সংস্কৃতি রপ্ত করে পদ্মের পাপড়ি খসছে, সেই বিজেপির নেতারা কেন শুদ্ধিকরণ করছেন না? কেন বাজার গরম করা বক্তব্যে অশান্তিতে উস্কানি দিচ্ছেন?
অনেকেই বলছেন, অনুপম হাজরার বিদ্রোহ। দুধকুমার গোষ্ঠীর দাদাগিরিতে কোণঠাসা হয়ে অস্তিত্ব প্রমাণ দিতে আসলে শ্যামাপদ মণ্ডল শালীনতা আর শৃঙ্খলাকে রেয়াত করছেন না। তাই ভুল পথে বিজেপিকে চাঙ্গা করার বদলে সংগঠনকে শক্তিশালী করার সঠিক পথ নেওয়ার কথাও তুলে ধরছেন বীরভূমের বিজেপির নেতৃত্বের একাংশ। এখন হামলা-হুঙ্কারের পথ ছেড়ে কবে বিরোধী শিবির বাংলার মানুষের মনের কথা বুঝতে পারে তাই দেখার।