নিজস্ব চিত্র
Bangla Jago Desk: নকশালবাড়ি ব্লকের পিছিয়ে পড়া আদিবাসী এলাকায় উন্নয়নের গতি বাড়াতে এক কোটি টাকা অর্থ আনুকূল্যে চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চান, রাজ্যের গ্রাম থেকে শহর, প্রত্যেকটি জায়গায় উন্নয়ন হোক। এমনকি উন্নয়নে জোর দিতে তিনি নিজে নজরদারি চালান। আর ঠিক সেই রকমই পিছিয়ে পড়া আদিবাসী এলাকায় উন্নয়নের স্বার্থে শনিবার মহকুমা পরিষদের প্রায় এক কোটি টাকা অর্থ আনুকূল্যে, চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করা হল।
এদিন নকশালবাড়ি ব্লকের সাতভাইয়া এলাকায় দুটি নিকাশি নালা, অটল চা বাগানে রাস্তা এবং ত্রিহানা, চা-বাগানে একটা কমিউনিটি হলের শিলান্যাস করেন মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা।
এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন, সাত ভাইয়ার নিকাশি নালাটি দীর্ঘদিনের দাবি ছিল। আড়াইশো মিটারের এই নালাটি মাগুর মাদী নদীতে গিয়ে পড়বে। এই নালাটি হওয়ার কারণে আগামী দিনে জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এলাকার সাধারণ মানুষ এতে বেশ খুশি।
এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, শুধু পিছিয়ে পড়া আদিবাসী এলাকাই নয়, সর্বস্তরে মুখ্যমন্ত্রীর উন্নয়নের মন্ত্রে দীক্ষিত হয়ে মহাকুমা পরিষদ কাজ করে চলেছেন। এর পাশাপাশি তিনি সিপিএমকে কটাক্ষ করে বলেন, ৩৪ বছর ধরে যে উন্নয়ন হয়নি তা গত আড়াই বছরে তারা করে দেখিয়েছেন। এবং যেখানে যেখানে কাজ রয়েছে সমস্তটাই করা হবে।