ad
ad

Breaking News

Mogra

মগরায় বাজেয়াপ্ত কয়েক লাখ মদ, গ্রেফতার ২

ডিএসপি জানান, “কালকে দোল, পরের দিন হোলি আছে। বেআইনিভাবে মজুত মদের বিরুদ্ধে অভিযান চালানো হয় মগড়া, বলাগড়, পান্ডুয়া থানা এলাকায়।

several-lakhs-of-liquor-seized-in-magra-2-arrested

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: বৃহস্পতিবার মগরায় পুলিশের কড়া নজরদারি ও বিশেষ অভিযান। উদ্ধার কয়েক লক্ষ টাকার অবৈধ মদ। ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তি। 

এদিন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র ও মগরা থানার আইসি দীপঙ্কর সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ত্রিবেণী-মগরা সহ বিভিন্ন এলাকায় একের পর এক অভিযান চালানো হয়। বিভিন্ন হোটেল ও বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করে পুলিশ। 

ডিএসপি জানান, “কালকে দোল, পরের দিন হোলি আছে। বেআইনিভাবে মজুত মদের বিরুদ্ধে অভিযান চালানো হয় মগড়া, বলাগড়, পান্ডুয়া থানা এলাকায়। মগড়াতে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার বেআইনি মদ আটক করা হয়। সাথে দুইজনকে গ্রেফতারও করা হয়েছে।”