Bangla Jago Desk: স্বামিজীর সেবার আদর্শে স্বাস্থ্যের পরিষেবা পৌঁছে দিতে চালু করা হল সেবাশ্রয় কর্মসূচি। ৭৫দিন ধরে ডায়মন্ডহারবারের ৭বিধানসভায় চলবে ২৮০০ স্বাস্থ্যশিবির। কলকাতায় ৫হাজার জন চিকিৎসককে নিয়ে করা হবে করা হবে কনভেনশন। চিকিৎসকদের সুবিধায় চালু করেছেন হেল্পলাইন। অপরাজিতা বিল দ্রুত পাস না হলে প্রয়োজনে প্রাইভেট বিল আন হবে বলে জনস্বার্থে জানিয়ে দেন অভিষেক।
আরজিকরের চিকিৎসক নির্যাতনের নিন্দা করার কথা তুলে ধরে ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা নিয়ে ফের সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে,ধর্ষণে অভিযুক্তদের ফাঁসিই উপযুক্ত শাস্তি। যাঁরা নির্যাতনকারী তাঁদের বেঁচে থাকার অধিকারই নেই। এই কড়া অবস্থানের কথা তুলে ধরার পাশাপাশি সমাজবন্ধু চিকিৎসকদের কল্যাণ একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করেন ডায়মন্ডহারবারের সাংসদ। স্বামী বিবেকানন্দের ভাবধারায় সেবার আদর্শকে পাথেয় করে ডায়মন্ডহারবারে চালু করা হল সেবাশ্রয় কর্মসূচি। শনিবার জনস্বাস্থ্যের সেই মেগা পরিষেবাদানের কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা এলাকায় চলবে ২৮০০স্বাস্থ্যশিবির।
২জানুয়ারি থেকে শুরু হবে কর্মসূচি। হাসপাতালে সমস্যার সম্মুখীন হলে সহযোগিতার হাত বাড়ানো হবে বলে জানিয়ে দেন তিনি। স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে বিভিন্ন টেস্ট করানো হবে। ৭০ দিনে ৭ টি বিধানসভায় ক্যাম্প হবে। ৭০ দিনের শেষ ৫ দিন ২৮০টি শিবিরে টানা কর্মসূচি”স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের অভূতপূর্ব সাড়া মিলেছে বলেও জানান সাংসদ। ১২০০ জন চিকিৎসক সামিল হয়েছেন, কলকাতায় ৫০০০ জন চিকিৎসককে নিয়ে কনভেনশন করা হবে বলেও ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আমতলায় অভিষেকের ডক্টর্স কনভেনশন থেকেই বড় স্বাস্থ্য সম্মেলনের রূপরেখাও চূড়ান্ত করে দেন। তিনি কথা দেন,সবসময় চিকিৎসকদের পাশে থাকবেন। ডাক্তারদের জন্য ‘এক ডাকে অভিষেক’ প্রকল্পের ভাবনা কি থেকে নেওয়া হয়েছে তার ব্যাখাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মানুষরূপী ভগবানদের বার্তা,’রোগীর পরিবারের কথা ধৈর্য ধরে শুনতে হবে, কেউ ভাঙচুর করলে, অসুবিধা হলে ফোন করুন।
তিনি জানিয়ে দেন,১০ জনের কমিটি তৈরি করা হবে, চিকিৎসকদের কোনও অসুবিধা হলে ‘এক ডাকে অভিষেকে’ নম্বরে ফোন করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ বাঁচাতে বাংলার সরকারের অপরাজিতা বিল আইনে পরিণত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সামাজিক ব্যধি ধর্ষণ নিয়ন্ত্রণে বাংলার পথেই বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে আসুক,এই দাবিও তুলে ধরেন ডায়মন্ডহারবারের সাংসদ।