চিত্র: নিজস্ব
Bangla Jago Desk, ঝাড়গ্রাম : ধর্ম শিক্ষার নাম করে দিনের পর দিন ধর্ষণের শিকার হন ১৬ বছর বয়সী নাবালিকা। পকসো আদালতে তরফ থেকে স্ব-ঘোষিত গুরুদেবকে সাজা দেওয়া হল। ২২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত ধর্মগুরুর নাম বাসুদেব পাত্র।
দিনের পর দিন ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে স্বঘোষিত গুরুদেবকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস অতিরিক্ত জেলহেফাজত এর সাজা ঘোষণা করেছেন পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। ধর্ম শিক্ষার নাম করে মাদক খাইয়ে ১৬ বছরের নাবালিকাকে স্বঘোষিত ধর্মগুরু ধর্ষণ করেন, যার কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নাবালিকা । সাজাপ্রাপ্ত ধর্মগুরুর নাম বাসুদেব পাতর। বয়স ৫১।
[আরও পড়ুন: Shivaji Statue: মাত্র ৮ মাস আগের মূর্তি ভাঙল কিভাবে? গ্রেফতার শিবাজি মূর্তির ভাস্কর]
এই ঘটনায় অভিযোগ দায়ের হয় ২০২৩ সালের ২৮ শে সেপ্টেম্বর। ঝাড়গ্রাম মহিলা থানায় অভিযোগ দায়ের এর পরের দিনই অভিযুক্ত কে গ্রেফতার করেন ঝাড়গ্রাম মহিলা থানার তদন্তকারি অফিসার প্রতিভা হালদার। দ্রুত কেসের নিষ্পত্তির জন্য তিনি ঝাড়গ্রাম আদালতে চার্জসিট জমা দেন ২০২৩ সালের ২৪ শে নভেম্বর। চার্জ ফ্রেম করা হয় ২০২৪ সালের ৯ ই জানুয়ারি। এ বিষয়ে আইনজীবী জানান, দোষী ব্যাক্তির ডিএনএ টেষ্ট করে দেখা যায় সেই ওই নাবালিকার শিশুটির বাবা। এর পর মহামান্য বিচারক মঙ্গলবার অভিযুক্ত বাসুদেব পাত্র কে দোষী সাব্যস্ত করে বুধবার সাজা ঘোষনা করেন। বুধবার বিকালে সাংবাদিক সম্মেলন করে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সৈয়দ মহম্মদ মামদুল্লাহ হাসান বিষয়টি জানান।