নিজস্ব চিত্র
Bangla Jago Desk: বীরভূম জেলার সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা যদুরায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা বসন্ত উৎসব পালন করলেন নিজেদের হাতে বানানো ভেষজ আবির দিয়ে।
চারদিকে রং এর উৎসব। কিন্তু এই রং এর ভয়েই অনেকে ভীত, কারোর বিষাক্ত রং থেকে চামড়ায় সংক্রমণের আশঙ্কা, কারুর আবার আবিরের রুক্ষ দানায় ত্বকে ক্ষত হাওয়ার ভয়। তবে এবার সেই ভয় থেকে মুক্তি দিতে বীরভূম জেলার সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা যদুরায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে বানিয়ে ফেললো ভেষজ আবির।
আরও পড়ুনঃ মাধ্যমিকের পর বিজ্ঞান বিভাগ?
কেমিক্যাল ব্যবহৃত আবির লাগিয়ে চামড়ায় অনেক রকম মারাত্মক রোগ তৈরি হয়। সেই রোগ থেকে মুক্তি পেতে তাদের বার্তা প্রকৃতির ভেষজ আবির ব্যাবহার করার। তাই নিজেদের উদ্যোগেই দলের আগে তারা বানিয়ে ফেললো ভেষজ আবির। এলোভেরা,নিম,কাঁচা হলুদ,রঙিন ফল সহ একাধিক উপকরণ দিয়ে তারা ভেষজ আবীর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে।
তাদের তৈরি করা ভেষজ আবীর দিয়েই বিদ্যালয়ের প্রাঙ্গন রঙিন হয়ে ওঠে। নিজেদের হাতে তৈরি ভেষজ আবীর তারা শিক্ষক-শিক্ষিকাদের পায়ে এবং গালে লাগায় শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে বানানো ভেষজ আবির দিয়েই বিদ্যালয় পরিবার রঙিন হয়ে ওঠে।