চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: স্কুল চলাকালীন বিল্ডিংয়ের ছাদ ভেঙে গুরুতর জখম হল দুই ছাত্রী(Students injured)। চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ১ নম্বর ব্লকের শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে। বুধবার দুপুরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
জানা গিয়েছে, অষ্টম শ্রেণির দুই ছাত্রী মহিলা শৌচালয়ের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ করেই ছাদের একটি অংশ ভেঙে পড়ে তাদের উপর। আচমকা মাথার ওপর চাঙড় ভেঙে পড়ায় গুরুতর চোট পান দুই ছাত্রী।(Students injured) সঙ্গে সঙ্গে শিক্ষকেরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: Vidyasagar Setu: ভোরবেলায় তিনদিন বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুটে বাড়বে চাপ
আহত ছাত্রীর একজন জানান, “আমি আর আমার এক সহপাঠী শৌচালয়ে যাচ্ছিলাম, হঠাৎ মাথার ওপর ভেঙে পড়ে ছাদের অংশ। আমাদের মাথায় গুরুতর চোট লাগে।” চিকিৎসাধীন ছাত্রীরা এখনও হাসপাতালে ভর্তি।
স্কুল কর্তৃপক্ষের দাবি, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও আকস্মিক। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত স্কুলের পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে। বিল্ডিংটির সংস্কারের জন্য ঊর্ধ্বতন দপ্তরে রিপোর্ট পাঠানো হয়েছে।”
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় অভিভাবকদের একাংশের অভিযোগ, বহুদিন ধরেই স্কুল ভবনের অবস্থা খারাপ ছিল, কিন্তু সংস্কারের দিকে নজর দেওয়া হয়নি।
Bangla Jago FB: https://www.facebook.com/Banglajagotvofficial/
বর্তমানে প্রশাসনের তরফে স্কুল ভবনের নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে(Students injured)। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা শিক্ষা দপ্তর। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনার পর।