ad
ad

Breaking News

Patharpratima Incident

Patharpratima Incident: ১টাকার কয়েনের উপর ১৫টি দেশের পাতাকা এঁকে তাক লাগাল খুদে শিল্পী

৯বছরের বিস্ময় ছেলেটির কাজ সবমহলের কাছে প্রশংসা আদায় করে নিয়েছে।

Patharpratima Incident sankalp bhuniya done records

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ১মিনিট ৫৪সেকেন্ডে ১টাকার কয়েনের উপর ১৫টি দেশের পতাকা একেঁ তাক লাগিয়ে দিয়েছেন খুদে পড়ুয়া। পাথরপ্রতিমার (Patharpratima Incident) রামগঙ্গার সেই শিল্পী সঙ্কল্প ভুঁইঞা, এবার  ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল। ৯বছরের বিস্ময় ছেলেটির কাজ সবমহলের কাছে প্রশংসা আদায় করে নিয়েছে।

পাথরপ্রতিমার শিল্পী সঙ্কল্প ভুঁইঞা জায়গা পেল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে।ইতিমধ্যে স্বল্প সময়ে হাতের কাজে সুনাম অর্জন করেছে সঙ্কল্প ভুঁইঞা।১মিনিট ৫৪সেকেন্ডে ১টাকার কয়েনের উপর ১৫টি দেশের পতাকার ছবি এঁকে কামাল করে দিয়েছে পাথরপ্রতিমার নাবালক। ৯বছরের নাবালকের এই কাজ সবার  নজর কাড়ছে।

আরও পড়ুন: Nicholas Pooran:২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবিয়ান তারকা

 কিভাবে শিল্প কর্মে হাতযশ পেয়েছে এই অল্পবয়সী পড়ুয়া ? দীর্ঘদিনের সাধ্য-সাধনা করেই যে এই স্বীকৃতি মিলেছে তা বলছেন পরিবারের সদস্যরা। ছোটবেলা থেকেই ছবি আঁকার উপর বিশেষ আগ্রহ ছিল সংকল্পের। স্থানীয় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়ে    সংকল্প। এবার সংকল্পের প্রতিভাকে স্বীকৃতি দিল ইন্ডিয়ান বুক অফ রেকর্ড (Patharpratima Incident)। 

Bangla Jago: https://www.facebook.com/share/193NB43TzC/ 

 সংকল্প বিশেষ প্রতিভার অধিকারী। মুখ দিয়ে ছবি আঁকতে পারে এই সংকল্প। ছেলের এই সাফল্যে খুশি সংকল্পের বাবা-মা ও অংকন শিক্ষক। সংকল্পের মা প্রিয়াংকা ভূঁইয়া, জানান ছেলের এই সাফল্যে খুবই গর্বিত তিনি।  ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি বিশেষ আগ্রহ ছিল সংকল্পের। ছোটবেলা থেকে শিল্পকর্মে যুক্ত সংকল্প। তার এই সাফল্যে খুশি সকলে। সংকল্পের অঙ্কন শিক্ষক সমরেশ মাইতি  জানান , আর পাঁচটা বাচ্চা থেকে সংকল্প অনেকটাই আলাদা। এই প্রতিভাবান খুদে শিল্পীর এই কাজ (Patharpratima Incident) সবমহলের কাছে প্রশংসা আদায় করে নিচ্ছে।