চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগররে ৩১ নং জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম পার্থপ্রতিম ভট্টাচার্য(৪০)। তিনি শিলিগুড়ির গেট বাজার এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে পার্থপ্রতিম ভট্টাচার্য ৩১ নং জাতীয় সড়ক পারাপার করছিলেন। ঠিক সেই সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিধাননগর থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বিধাননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পার্থপ্রতিম ভট্টাচার্যের পরিবারে।
Free Access