ad
ad

Breaking News

RG Kar Protest

RG Kar Protest: চিকিৎসক ছাত্রীর মৃত্যুতে তোলপাড় দেশ, শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি কবে?

সব মিলিয়ে আরজিকরের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি কবে হবে? আজ সুপ্রিম কোর্ট ঠিক কি জানাবে সেই দিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

RG Kar case hearing in the Supreme Court when?

চিত্র : সংগৃহীত

Bangla Jago  Desk : আজ বেলা ১১ টা নাগাদ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। গত শুনানিতে সিবিআই এই মামলায় তদন্তের প্রাথমিক রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করেছিল। আজ ফের তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। এদিকে আরজিকর মামলার সাথে যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের অভিযোগ রাজ্য সরকার অসহযোগিতা করছে। অপরদিকে সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেওয়ার কথা বিভিন্ন চিকিৎসক সংগঠনের। এই ঘটনার প্রতিবাদে কর্ম বিরতির জেরে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করছেন কিনা তাও খতিয়ে দেখবে সর্বোচ্চ আদালত। সব মিলিয়ে আরজিকরের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি কবে হবে? আজ সুপ্রিম কোর্ট ঠিক কি জানাবে সেই দিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

[ আরও পড়ুন : RG Kar Protest: শ্যামবাজারে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা! ‘রাত দখলে’ ঋতুপর্ণার হেনস্তার নিন্দায় সরব সুদীপ্তা ]

প্রসঙ্গত, আরজিকর কান্ডের প্রতিবাদে গত ১৪ই আগস্ট প্রথম ‘ রাত দখল’ কর্মসূচি ছিল গোটা রাজ্যে। তবে বুধবার ফের রাত দখলের আহ্বান জানায় জুনিয়র চিকিৎসকরা। সেই মতোই শুধু চিকিৎসকাই নয় প্রতিবাদের দাবিতে পথে নামেন বাচ্চা থেকে বুড়ো সকলেই। এক নারীর প্রতি ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে সামিল হন অপর নারীরা। রাত নটা থেকে এক ঘন্টা প্রথমে আলো নিভিয়ে প্রতিবাদ করেন গোটা শহরবাসী। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভিড় বাড়তে থাকে প্রতিবাদীদের। তবে এই নারীর অধিকার রক্ষার লড়াইয়ে শামিল হয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন অপর এক মহিলা। শ্যামবাজারে ঋতুপর্ণাকে লক্ষ্য করে স্লোগান, গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে সরব অভিনেত্রী সুদীপ্তা। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, ” কিভাবে করতে পারলেন?”

[ আরও পড়ুন : Today Horoscope: আজ ভাদ্র শুক্লা দ্বিতীয়া তিথি, সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিনে ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির ]