ad
ad

Breaking News

Buddhadeb Bhattacharjee

Buddhadeb Bhattacharjee: বিধানসভায় বুদ্ধবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন, শাসক-বিরোধী সৌজন্যের ছবি দেখল রাজ্যবাসী

রাজনীতির সাথে বুদ্ধদেবের নাম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত । বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর যেন একটা যুগের অবসান হল ।

Residents of the state saw images of tributes to Buddhababu, anti-ruling courtesies in the assembly

গ্রাফিক্স

Bangla Jago Desk: রাজনীতির সাথে বুদ্ধদেবের নাম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত । বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর যেন একটা যুগের অবসান হল। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সবার সাথে কোথাও যেন তার গভীর সম্পর্ক ছিল। আর বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে সেই ছবি ধরা পরল বিধানসভায়।

শাসকবিরোধী দলের সমস্ত বিধায়করা এক শাড়িতে দাঁড়িয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি জানালেন। তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে এক ফ্রেমে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

শুক্রবার সাড়ে দশটা নাগাদ থেকে পিস ওয়ার্ল্ড থেকে বার করা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। সেখান থেকে বিশেষ লাল ফুলে সাজানো সকেট গাড়িতে করে শেষবারের জন্য বিধানসভায় নিয়ে যাওয়া হয় বুদ্ধদেবকে। বুদ্ধদেব ভট্টাচার্য কে শ্রদ্ধা জানানোর জন্য আগের থেকেই শেখানো উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক রাজ্যের মন্ত্রীরা। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিল প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন সহ একাধিক ব্যক্তিত্ব। উল্লেখ্য প্রাক্ত ন মুখ্যমন্ত্রী কে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।