চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন। মঙ্গলবার সকালে মালদার ইংরেজবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পালন করা হয় বাংলা নববর্ষ। ওয়ার্ডের সিঙ্গাতলা এলাকা থেকে শুরু হয় প্রভাতফেরি।
আজ মঙ্গবার, আজ দেশের বিভিন্ন রাজ্যে রীতি মেনে পালিত হচ্ছে হিন্দু নববর্ষ। তেমনি আজ বৈশাখ মাসের প্রথম দিনে চিরাচরিত রীতি মেনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে নববর্ষ। আজ ১৪৩৪ সালের প্রথম সকালে তাই নববর্ষের উচ্ছাসে মেতে উঠলো মালদার ইংরেজবাজারের বাসিন্দারা। তারা নতুন বছরের সকালটা শুরু করলেন বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে।
এদিন প্রভাতফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা। এর পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের শিল্পী, মহিলা ঢাকি সহ বিভিন্ন বাদ্য শিল্পীরাও অংশ নিয়ে ছিলেন প্রভাতফেরিতে।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রভাতফেরি শেষ হয় সিঙ্গাতলা এলাকায়। এর পাশাপাশি নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি।