ad
ad

Breaking News

গ্রামপঞ্চায়েত

দুই পঞ্চায়েত অন্তর্ভুক্ত পুরসভায় সরকারি সিদ্ধান্তে খুশি এলাকাবাসী

Bengla jago Desk: এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, তাদের পঞ্চায়েতকে পুরসভার অন্তর্ভুক্ত করা হোক। উত্তরপাড়া পুরসভা লাগোয়া কানাইপুর গ্রামপঞ্চায়েত ও রঘুনাথপুর গ্রামপঞ্চায়েত। কাছাকাছি অবস্থান হলেও পঞ্চায়েত এলাকার মানুষের জন্য ছিলা পুরসভা এলাকার মতো নাগরিক পরিষেবা। মানুষের দীর্ঘদিনের সেই দাবি এবার বাস্তবায়িত হওয়ার পথে। গ্রাম থেকে শহর হওয়ার পথে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দুটি গ্রামপঞ্চায়েত। মানুষের দীর্ঘদিনের দাবি […]

Bengla jago Desk: এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, তাদের পঞ্চায়েতকে পুরসভার অন্তর্ভুক্ত করা হোক। উত্তরপাড়া পুরসভা লাগোয়া কানাইপুর গ্রামপঞ্চায়েত ও রঘুনাথপুর গ্রামপঞ্চায়েত। কাছাকাছি অবস্থান হলেও পঞ্চায়েত এলাকার মানুষের জন্য ছিলা পুরসভা এলাকার মতো নাগরিক পরিষেবা। মানুষের দীর্ঘদিনের সেই দাবি এবার বাস্তবায়িত হওয়ার পথে। গ্রাম থেকে শহর হওয়ার পথে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দুটি গ্রামপঞ্চায়েত। মানুষের দীর্ঘদিনের দাবি মেনে কানাইপুর গ্রামপঞ্চায়েত ও রঘুনাথপুর গ্রামপঞ্চায়েত এবার উত্তরপাড়া পুরসভার সঙ্গে যুক্ত হতে চলেছে।

আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধীরাও।ইতিমধ্যেই দুই পঞ্চায়েতে এসে পৌঁছেছে প্রস্তাব। আর এই খবর পাওয়ার পরেই খুশির হাওয়া কানাইপুর ও রঘুনাথপুর পঞ্চায়েত এলাকার মানুষের মধ্যে।২০২২ সালেই তাদের পুরসভার পক্ষ থেকে একটা প্রস্তাব নেওয়া হয়েছিল যে কানাইপুর এবং রঘুনাথপুর পঞ্চায়েত দুটি উত্তরপাড়া পুরসভা সংলগ্ন হওয়ায় এই দুই পঞ্চায়েতকে পুরসভার সঙ্গে যুক্ত করা হবে। পঞ্চায়েত এলাকার মানুষ চায়, পুরসভার সমস্ত সুযোগ সুবিধা পেতে।

পঞ্চায়েত থেকে পুরসভা হলে উন্নয়নের কাজ আরও ভালো ভাবে হবে বলে জানিয়েছেন উত্তরপাড়া পুরসভার পুরপারিষদ ইন্দ্রজিৎ ঘোষ বলেন,দুটি পঞ্চায়েতকে পুরসভার সঙ্গে যুক্ত করার উদ্যোগকে সাধাবাদ জানিয়েছেন বিরোধীরা।এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কানাইপুর ও রঘুনাথপুর পঞ্চায়েত এলাকা পুরসভা হোক। প্রশাসনের উদ্যোগে এবার সেই দাবি পূরণ হতে চলেছে। ফলে স্বাভাবিক ভাবেই খুশি দুই পঞ্চায়েত এলাকার মানুষ।

Free Access