ad
ad

Breaking News

suicide

Suicide: প্রেম প্রত্যাখ্যানে আত্মহত্যা যুবকের! দাবি পরিবারের

উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ!

Rejection of love suicide young man! The family claims

সংগৃহীত

Bangla Jago Desk: নদিয়া,মাধব দেবনাথ: উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ! ঘরের ভেতর থেকে ২০ বছর বয়সী যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের কথায় বাড়ির পাশের একটি মেয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জরিত ছিল যুবক। প্রেমে প্রত্যাখ্যান হয়ে এই আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে ওই যুবক, এমনটাই অনুমান করছেন মৃতের পরিবার।

[আরও পড়ুন: France: ফ্রান্সে পেল নয়া প্রধানমন্ত্রীর, বাম নয় দক্ষিণপন্থী নেতাকেই বাছলেন ম্যাক্রোঁ]

মৃত যুবকের নাম শুভাশিস ঘোষ, বাবার নাম সুজয় ঘোষ। বাড়ি নদীয়ার ফুলিয়ার কৃত্তিবাস বয়রাতে। বাবা পেশায় রাজমিস্ত্রি কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা যুবকটি বাড়িতে ফেরে আর তারপর না খেয়ে শুয়ে পড়ে, সকালবেলা উঠে যুবকের বাবা দেখেন ঘরের ভেতরে ঝুলন্ত দেহ। শোকাহত বাবা তড়িঘড়ি খবর দেয় শান্তিপুর থানার পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

[আরও পড়ুন: নবম দিনে 5টি পদক পেতে পারে ভারত, জেনে নিন কোন খেলা থেকে আসবে পদক]

শুক্রবার রানাঘাট পুলিশ মৃতদেহর ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠান। যুবকের বাবা সুজয় ঘোষের দাবি, বাড়ির পাশের একটি মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ছেলের, পরিবারের সকলেই জানতো। কিন্তু হঠাৎ গতকাল সন্ধ্যেই ছেলে মনমরা অবস্থায় বাড়িতে আসে, জিজ্ঞাসা করলে কোন উত্তর না দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর সকাল হতেই এই মর্মান্তিক চিত্র দেখতে হলো। যদিও ছেলের আকস্মিক মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে বাবা সহ পরিবার। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।