ad
ad

Breaking News

Nadia

ভেজাল হলুদ তৈরীর কারখানায় হানা রানাঘাট জেলা পুলিশের, গ্রেফতার ২

সূত্রের খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকায় লোকনাথ সাহার হলুদ তৈরির কারখানাতে হানা দেয় শান্তিপুর থানার একটি বিশেষ টিম। সেখান থেকেই ভেজাল হলুদ  তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।

Ranaghat district police raid adulterated turmeric factory, 2 arrested

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: এবার আরো এক বড় সাফল্য নদীয়ার রানাঘাট জেলা পুলিশের। ভেজাল  হলুদ তৈরীর কারখানায় হানা দিয়ে উদ্ধার দু হাজার ২০০ কিলো ভেজাল হলুদ ও হলুদ তৈরির সরঞ্জাম। 

সূত্রের খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকায় লোকনাথ সাহার হলুদ তৈরির কারখানাতে হানা দেয় শান্তিপুর থানার একটি বিশেষ টিম। সেখান থেকেই ভেজাল হলুদ  তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।

পরবর্তীতে ২,২০০ কিলো ভেজাল হলুদ বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চালের গুঁড়ো সহ আরও দুই ধরনের পদার্থ দিয়ে এই ভেজাল  হলুদ তৈরি হত। যার খবর পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই ছিল।

গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে আবারো সাফল্য অর্জন করে রানাঘাট পুলিশ জেলা। তবে হলুদ তৈরির কারখানার মালিক লোকনাথ সাহা এবং পরিতোষ মল্লিককে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অসংগতি থাকায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতদের তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। এই প্রসঙ্গে মঙ্গলবার বেলা নাগাদ নদীয়ার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটিয়াল জানান, এই ভেজাল হলুদ তৈরি হতো বেশিরভাগ চালের গুড়ো এবং ময়দা মিশ্রণ করে। আর সেখানে ব্যবহার করা হতো ফুড জাতীয় রং। এইভাবে ভেজাল হলুদ তৈরি করে প্যাকেটের মধ্যে দিয়ে বাজারজাত করা হত।

তবে এই হলুদ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেই কারণে এই বিশেষ অভিযান চলছে। আগামী দিনে আরও বড় পদক্ষেপ নেবে রানাঘাট জেলা পুলিশ ।