নিজস্ব চিত্র
Bangla Jago Desk, অভিষেক দাস, মালদা: মালদায় শুরু হলো প্রাচীন এবং ঐতিহ্যবাহী ‘রামকেলি মেলা’ (Ramkeli Mela)। মহাপ্রভু চৈতন্যদেবের গৌড়ের রামকেলি ধামে আগমন তিথিকে স্মরণ করে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই মেলা ও উৎসব। এবার মালদার রামকেলি মেলা ৫১১ বছরে পড়ল। দেশের অন্যতম ‘বৈষ্ণব তীর্থ’ বলে পরিচিত মালদার রামকেলি। ১৫১৫ খ্রীস্টাব্দের ১৫ ই জুন সুলতানী আমলে মালদার গৌড়ে আসেন মহাপ্রভু। এখানে পৌঁছে তৎকালীন শাসক হুসেন শাহের দুই মন্ত্রী রূপ ও সনাতনকে বৈষ্ণবমন্ত্রে দীক্ষিত করেন চৈতন্যদেব।
আরও পড়ুন: Birbhum: জগন্নাথ দেবের প্রসাদ সরবরাহ নিয়ে প্রশাসনিক বৈঠক বীরভূমে
চৈতন্য দেবের রামকেলিতে আগমন তিথি স্মরণ করেই প্রতিবছর সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। সারা দেশ থেকে লক্ষাধিক ভক্ত রামকেলি মেলা উপলক্ষে চৈতন্যদেবের পদধুলি ধন্য গৌড়ে আসেন। এখানে চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। রামকেলিতে যে কদমগাছের তলায় চৈতন্যদেব দুই শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন, সেই গাছ এখনও বর্তমান। রামকেলিতে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছে মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তি। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে রামকেলি মেলার বিস্তৃতি। মেলার আয়োজক পর্যটন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর। মেলার উদ্যোগ মালদা জেলা পরিষদের (Ramkeli Mela)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন,জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জনপ্রতিনিধি ও জেলাপুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার রামকেলি মেলা চলবে আগামী ১৭ ই জুন পর্যন্ত। রামকেলি মেলা উপলক্ষে প্রতিদিনই কীর্তন, বাউল গান, ভাওয়াইয়া গান সহ রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে (Ramkeli Mela)।