ছবি : সংগৃহীত
Bangla Jago Desk: বৃহস্পতিবার থেকে দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলায় সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। শুক্রেও সেই আবহাওয়ায় বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই। শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বর্ষণ হতে পারে তিনটি জেলায় । তবে বৃহস্পতিবার যেমন বৃষ্টি হয়েছে, শুক্রবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার রাজ্যের জেলাগুলিতে বৃহস্পতিবারের মতো বৃষ্টির পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে শুক্রবার শুধুমাত্র পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি সহ ১২টি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সপ্তাহের শেষে দক্ষিণ বঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সর্বত্র এক চিত্র দেখা যাবে বলে খবর। সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে বর্ষণের পরিমাণ খানিকটা বাড়বে । সোমবার থেকে বুধবার অবধি দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। তবে এদিনের জন্য মৎসজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে ৪০-৫০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গেই ফুঁসতে পারে সমুদ্র। এমতাবস্থায় মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।