চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনার পর টনক নড়ল রেল প্রশাসনের। কোনও কোনও মহল থেকে বলা হয়, চালকরা ঠিকঠাক বিশ্রাম নিতে পারেন না।একথা মাথায় রেখে অত্যাধুনিক রেস্ট রুমের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ। যেখানে রয়েছে এসি। পূর্ব রেলের তরফে এরকম ৮টা বিশ্রাম কক্ষ তৈরি করা হয়েছে। মেট্রো রেলও একই পথে হাঁটতে চায়।
[ আরও পড়ুন : PM Modi & Putin: রুশ সেনা থেকে ছেড়ে দেওয়া হোক ভারতীয়দের, মোদির আর্জিতে সাড়া পুতিনের ]
উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনার পর এবার চোখ খুলল রেল প্রশাসনের। কারণ দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসে যে ট্রেন চালকরা ঠিকঠাক বিশ্রাম নিতে পারেন না। তাঁদের ভালো করে ঘুমানোর মতো জায়গা নেই। তাই চালকদের স্বার্থে এবার পূর্ব রেল অত্যাধুনিক বিশ্রাম কক্ষ তৈরি করছে। এই বিশ্রাম কক্ষে থাকবে এসি। পূর্ব রেলের তরফে ৮টা কক্ষ করা হয়েছে চালকদের বিশ্রামের জন্য। একটি কক্ষে দুটি করে বেড রয়েছে। ১৬টি বেড থাকছে পুরুষ চালকদের জন্য। আর মহিলা চালকদের জন্য ৮টি বেড থাকবে। চালকদের মনসংযোগ যাতে ঠিকঠাক থাকে সেকারণে বিশেষ ঘরের ব্যবস্থাও করা হয়েছে। শিয়ালদা ডিভিশনের জন্য ক্রু বুকিং লবি করা হয়েছে। ৬০০ চালক ও ৪৫০ ট্রেন ম্যানেজার রয়েছেন। অ্যালকোহল চেকও হবে। নতুন কিছু সরঞ্জাম লাগানো হয়েছে। দুই বেডের কিউবিকল করা হয়েছে। আগে ডরমিটরি ছিল। এবার পাইলট ও অ্যাসিস্ট্যান্ট পাইলট বিশ্রাম নেবেন সেখানে। তাঁরা মেডিটেশন করতে পারবেন। সেই সুযোগও থাকছে।
[ আরও পড়ুন : PM Modi & Putin: রুশ সেনা থেকে ছেড়ে দেওয়া হোক ভারতীয়দের, মোদির আর্জিতে সাড়া পুতিনের ]
ডিআরএম শিয়ালদা দীপক নিগম জানিয়েছেন, আগে ট্রেন চালানোর আগে চালকরা বিশ্রাম নিতেন ডরমিটরিতে। সেখানে আরও অনেক ট্রেনের চালকরা এসে থাকতেন। ঘণ্টার পর ঘণ্টা ট্রেন চালানোর ধকল নিতে হত তাঁদের। ফলে দীর্ঘক্ষণ ট্রেন চালিয়ে এসে গরমের মধ্যে চালকদের ঘুমাতে হতো। এমনকি, মনঃসংযোগ যাতে সঠিক থাকে তার জন্য ছিল না কোন ব্যবস্থা। মনোসংযোগ সঠিক রাখার জন্য এবার আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। যেখানে বসে যোগ ব্যায়াম করতে পারবেন চালকরা। তৈরি করা হয়েছে নতুন রিডিং রুম। সেখানে বই রাখা হয়েছে। চালকদের রান্নাঘর এবং খাবারের জায়গা সম্পূর্ণভাবে ভোল পাল্টে ফেলা হয়েছে। তবে সব থেকে আধুনিক ব্যবস্থা করা হয়েছে, চালকদের যেখানে অ্যাটেনডেন্স দিতে হয় সেই ঘর। এমনকি অত্যাধুনিক মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে বায়োমেট্রিক ছাপ দিয়ে উপস্থিতির তথ্য দিতে হবে চালকদের। এমনকি, মেশিনের সঙ্গে যুক্ত করা হয়েছে অ্যালকোহল টেস্টের ব্যবস্থা। ট্রেনের পর এবার মেট্রো চালকদের জন্য থাকবে রেস্টরুম। ৬টি রেস্টরুম চালু করেছে মেট্রো কর্তৃপক্ষ। নিউ ওল্ড কবি সুভাষ মেট্রো স্টেশনে দুটি রেস্টরুম।
নোয়াপাড়া, সেন্ট্রাল পার্ক, এসপ্ল্যানেডে যেমন থাকবে রেস্টরুম, তেমনই আবার জোকা মেট্রো লাইনে একটি রেস্টরুম থাকবে।