সংগৃহীত
Bangla Jago Desk: রেলযাত্রীরা ডায়মন্ড হারবার স্টেশনে বুধবার সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন। এর জেরে বন্ধ শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল। বিক্ষোভকারীদের অভিযোগ নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে ট্রেন চলছে। ট্রেন দেরিতে চলাচল করায় গন্তব্যেও পৌঁছতে দেরি হচ্ছে। এ নিয়ে স্টেশন কর্তৃপক্ষকে বার বার অসুবিধার কথা জানালেও কোনও লাভ হয়নি। যাত্রীরা একই দাবিতে হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনে দিন দুয়েক আগেই রেল অবরোধ করেছিলেন। এ বার শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখায় সেই আঁচ এসে পড়ল।
[আরও পড়ুন: Whatsapp New Feature : এবার ইন্সটাগ্রামের ন্যায় WhatsApp স্টেটাসে আসতে চলেছে রি-শেয়ার অপশন ]
ডায়মন্ড হারবার থেকে ট্রেনে করে কাজে আসা এক যাত্রীর দাবি, ট্রেনের সূচি দেখে স্টেশনে আসলেও ট্রেন থাকে না, নয়তো দেরিতে ছাড়ে এর ফলে তিনি কোনও দিনই সময় মতো কাজের জায়গায় পৌঁছতে পারেন না বলে । যাত্রীরা এরকম সমস্যায় এক-দু’দিন নয়, গত দু’-তিন মাস ধরে ভুগছেন। যাত্রীরা বুধবার সকাল সাড়ে পাঁচটা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ করছেন। তাঁদের দাবি, রেল আধিকারিকেরা এসে সময় মতো ট্রেন চালানোর আশ্বাস না দিলে অবরোধ চলবে। রেলপুলিশের তরফে অনুরোধ করা হচ্ছে অবরোধ তুলে নেওয়ার জন্য। দাবি না মানলে অবরোধ উঠবে না বলে সাফ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। ভোর থেকে এই অবরোধের জেরে শিয়ালদহ-ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত।
[ আরও পড়ুন: Rahul Gandhi Wayenad : আবহাওয়া প্রতিকূল, ওয়েনাড যেতে পারছেন রাহুল, মৃত বেড়ে ১৫৬ ]
যাত্রীদের মধ্যে শিয়ালদহের দক্ষিণ শাখায় লোকাল ট্রেনের পরিষেবা নিয়ে অনেক দিনের ক্ষোভ ছিল। বলা যায়, বুধবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ সময়ই কোনও না কোনও বিভ্রাট দেখা দেয়। প্রায়ই নির্ধারিত সময়ের থেকে অনেক ক্ষণ দেরিতে আসে ট্রেন। অনেক সময় ঘণ্টাখানেক দেরিতেও চলে ট্রেন। অফিসযাত্রীরা এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।