ad
ad

Breaking News

Purba Burdwan

East Burdwan: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সাধারণ মানুষের জন্য ‘সুলভ হাট’ চালু করল পূর্ব বর্ধমান জেলা পরিষদ

বাড়ছে সবজির দাম। মানুষকে সুরাহা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দশ দিনের মধ্যে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে হবে

Purba Burdwan Zilla Parishad has launched 'Sulhav Haat'

ছবিঃ নিজস্ব

Bangla Jago Desk: বাড়ছে সবজির দাম। মানুষকে সুরাহা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দশ দিনের মধ্যে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে হবে। জেলায় জেলায় চলছে অভিযান। এই অভিযানের মাঝে পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে সুলভ মূল্যে সবজি বিক্রি করার উদ্যোগে নেওয়া হয়েছে। বাজার মূল্য থেকে অনেকটাই কম দামে এখানে নানা সবজি পাওয়া যাচ্ছে।

সবজির দাম এখন আগুন। সবুজ শাকসবজি কিনতে গিয়ে হিমসিম খাচ্ছে মধ্যবিত্ত আমজনতারা। আলু, পেঁয়াজ, পটল, কুমড়ো-সহ প্রায় সবকিছুই সবজির দাম বাজারে এখন ঊর্ধ্বমুখী। ১০ দিনের মধ্যে এই দাম মানুষের নাগালের মধ্যে আনতে হবে। নবান্নে বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের পর প্রশাসন বাজারে বাজারে অভিযান শুরু করেছে। কেন দাম বাড়ছে সেই কারণ খোজা চলছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার থেকে অভিযান শুরু হয়। প্রথমদিন থেকেই সবজির অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দাম কমেছে। মানুষের সুরাহা দিতে এই অভিযান জারি থাকবে। এদিকে বিভিন্ন জায়গায় প্রশাসনের উদ্যোগে সুফল বাংলা স্টলে চলছে নানা রকম সবজি বিক্রি। এবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে জনসাধারণের মধ্যে সুলভ মূল্যে সবজি বিক্রি করার উদ্যোগ শুরু হল। আলু, পেঁয়াজ, আদা-রসুন ও অন্যান্য সবজির দাম বাজার মূল্য থেকে প্রায় অনেকটাই কম দামে এখানে বিক্রি করা হচ্ছে। সূচনা পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক রাধিকা আইয়ার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনেই সাধারণ মানুষের জন্য হাট চালু করা হয়েছে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে সাধারণ মানুষের সুরাহায় এই যে হাট চালু করা হয়েছে, সেখানে বাজার মূল্য থেকে অনেকটা কম দামে মিলছে নানা সবজি। মধ্যবিত্তদের প্রতিদিনের খাবার তালিকায় যাতে শাকসবজির জোগান অব্যাহত থাকে তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। যতদিন না বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসছে, ততদিন পর্যন্ত এই সুলভ মূল্যে এখানে সবজি মিলবে।