ad
ad

Breaking News

saline

বিষাক্ত স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

এবার রিংগার ল্যাকটেট স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা। 

Public interest litigation filed in Calcutta High Court over toxic saline

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: বিষাক্ত স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলা। জোড়া মামলা দায়ের এর অনুমতি প্রধান বিচারপতির। বৃহস্পতিবার প্রথম মামলার শুনানি। 

এবার রিংগার ল্যাকটেট স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা। ২০২৪ এর মার্চে কর্ণাটক স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরও রাজ্যে কিভাবে ব্যবহার? মামলা দায়ের করেন বিজয় সিংহল ও কৌস্তভ বাগচী। 

প্রসঙ্গত, শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। স্যালাইন দেওয়ার পর এক প্রসূতির মৃত্যু হয় বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার ওই মহিলাকে স্যালাইন দেওয়ার পর থেকে ৫ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন সদুত্তর মেলেনা। এরপর এই সম্পূর্ণ বিষয়টি CMHO খতিয়ে দেখছে বলে জানায়। ঘটনায় স্বাস্থ্য দফতরকে তলব করা হলে ওইদিন মেদিনীপুর মেডিক্যালে ড্র্যাগ কন্ট্রোল টিম গঠন করা হয়।