চিত্র: নিজস্ব
Bangla Jago Desk, মাধব দেবনাথ,নদিয়া: প্রেমের টানে , প্রেমিকের খোঁজে দুঃসাহসিক ভাবে কাঁটাতার পার করার চেষ্টা করেন হাওড়ার এক তরুণী । সীমান্ত রক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হ্ওয়ার পর দু বছর জেল খাটেন হাওড়ড়ার প্রিয়াঙ্কা নস্কর। দুবছর পর দেশে ফিরে পরিবারকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রিয়াঙ্কা।
লাইলা-মজনু, শাজাহান-মমতাজ এরকম প্রেমের কাহিনীর হাজারো উদাহরন ইতিহাসে অমর হয়ে আছে। প্রেমের জন্য কেউ ছেড়েছে রাজমহল, কেউ গড়েছে তাজমহল। এবার প্রেমের টানে একেবারে বাংলাদেশে এসে দু’বছর কারাভোগ করল কলকাতার তরুনী প্রিয়াঙ্কা। প্রেমের টানে দুদেশের কাঁটাতারের বেড়ার বাঁধাকে টপকে অবৈধ পথে বাংলাদেশে ঢুকছিল হাওড়ার মেয়ে প্রিয়াংকা নস্কর । এরপর সীমান্তে বিজিবি তাকে আটক করে। ঠাঁই হয় কারাগারে। কারা ভোগ শেষে নদীয়ার কৃষ্ণগঞ্জের চেকপোস্টের সীমান্ত দিয়ে এপারে ফেরত আসেন তিনি।
[আরও পড়ুন: সামাজিক শিক্ষাদানে ‘শিক্ষারত্ন’ লাভ শিক্ষকের ]
ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে ২০২২ সালের ৩ রা অক্টোবর। তবে ফের দেশের মাটিতে ফিরে এসে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। প্রিয়াঙ্কা বলেন, সে ভুল করেছে। প্রেম করে বাংলাদেশে যে ছেলের কাছে আসতে গিয়ে ধরা পড়ে, কারাগারে যাওয়ার পর সে কোনদিন খোঁজ পর্যন্ত নেয়নি। তাকে ভুলে গেছে। জীবন থেকে দুটো’বছর ঝরে গেল। তার মতো ভুল যেন কোন মেয়ে আর ভবিষ্যতে না করে।