ad
ad

Breaking News

Weather Update

বৃষ্টির প্রার্থনায় হয়েছিল পুজো, বারিপাতে খুশি রাজবংশী সম্প্রদায়

অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে গরমের প্রভাব ছিল কম

Praying for rain was the puja, happy Rajvanshi community in Baripat

Bangla Jago Desk,জলপাইগুড়ি,কল্যান চন্দ: অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরবঙ্গেও ( North Bengal )। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ( North Bengal )  গরমের প্রভাব ছিল কম। কিছুদিন ৩২ থেকে ৩৫ ডিগ্রি ঘোরাফেরা করলেও বেশ কয়েকদিন হল নেমে দাড়িয়েছিল ২৫ এ। মঙ্গলবার সকাল থেকে ২৩ থেকে ২৫ ডিগ্রি থাকার পর বিকেলের পর অবশেষে নামলো বৃষ্টি।

সেরকমই ছবি দেখা গেল জলপাইগুড়ি (Jolpaiguri) জেলায়। বিকেলের দিকে জলপাইগুড়ি (Jolpaiguri) জেলার আমবাড়ি ফালাকাটা আকাশের মেঘ ভার করে নেমে আসে সেই বৃষ্টি। এই বৃষ্টি স্বস্তির বৃষ্টি বলে জানিয়েছেন গ্রামের মানুষ। বৃষ্টির অপেক্ষায় ছিল সকলে। অবশেষে বৃষ্টি দেখা দেওয়ায় খুশি সকলে। দীর্ঘদিন হল  উত্তরবঙ্গের বহু মানুষ বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিস্তা বুড়ি পুজো করছে বৃষ্টির জন্য। বৃষ্টি না হওয়ার কারণে ফসল সেভাবে করতে পারছে না কৃষকরা।

[ আরও পড়ুন : সত্যের জয় ! সুপ্রিমকোর্ট ‘বিজেপির বোমা নিষ্ক্রিয়’ করে দিল ,২৬হাজারের চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশের পর প্রতিক্রিয়া অভিষেকের]





জমিতে বড় চাষ করতেও অসুবিধা হচ্ছে। একদিকে গরমের হাত থেকে স্বস্তি পেতে অন্যদিকে কৃষকরা জলের অভাবে ফসল করতে পারছে না। সেই কারণে বৃষ্টির প্রয়োজন ছিল। অবশেষে বৃষ্টি দেখা মিলায় পেল সকলে। এই বৃষ্টির ফলে সব থেকে বড় সুবিধা হল চা চাষীদের। এই সময় চা বাগানে প্রচুর জলের প্রয়োজন হয়। জল না পেলে নতুন পাতা গজায় না। দীর্ঘদিন হলো বৃষ্টি না থাকার ফলে মাথায় হাত ছিল চা চাষীদের। অবশেষে বৃষ্টি হওয়ায় অনেক উপকৃত হবে চা চাষিরা।