ad
ad

Breaking News

Birbhum

লোকপুরে বেআইনি পেট্রোল পাম্পে পুলিশের হানা, আটক এক

বীরভূমের লোকপুর থানার অন্তর্গত একটি গ্রামাঞ্চলে অবৈধভাবে গজিয়ে উঠেছিল একটি পেট্রোল পাম্প।

Police raid illegal petrol pump in Lokpur, one arrested

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: বীরভূমের লোকপুর থানার অন্তর্গত একটি গ্রামাঞ্চলে অবৈধভাবে গজিয়ে উঠেছিল একটি পেট্রোল পাম্প। যা প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন তেল বিক্রি চালিয়ে যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাম্পটি ছিল একেবারে লোকপুর থানার ঢিল ছোড়া দূরত্বে, তবুও কোনো সরকারি অনুমোদন ছাড়াই পাম্পটি চালু ছিল। 

DEB (District Enforcement Branch) বা জেলা এনফোর্সমেন্ট শাখা গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে। পাম্পে হানা দিয়ে তারা দেখতে পায় যে, কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স ছাড়াই তেল বিক্রি করা হচ্ছিল। সঙ্গে সঙ্গে পাম্পটি বন্ধ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

যদিও এখনো পর্যন্ত ওই অবৈধ পেট্রোল পাম্পের মূল মালিকের হদিশ পাওয়া যায়নি, পুলিশ সূত্রে জানা গেছে যে তদন্ত শুরু হয়েছে এবং মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয় মানুষজনের একাংশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই পেট্রোল পাম্পটি চালু ছিল এবং সবাই জানতেন এটি বেআইনি। তবুও রহস্যজনকভাবে এতদিন প্রশাসনের নজর এড়িয়ে চলছিল এই কর্মকাণ্ড।

জেলা এনফোর্সমেন্ট শাখার  আধিকারিকদের তরফে জানানো হয়েছে, এমন বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে এবং জেলার অন্যান্য এলাকাগুলিতেও নজরদারি চালানো হবে। 

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, থানার এত কাছাকাছি এমন অবৈধ ব্যবসা এতদিন ধরে কিভাবে চলতে পারল? এখন দেখার, তদন্ত কোনদিকে মোড় নেয় এবং পেট্রোল পাম্পের প্রকৃত মালিকের খোঁজ কবে মেলে।