ad
ad

Breaking News

Dhupguri

রেললাইনে উল্টে গেল পিকআপ ভ্যান, আটকে রাজধানী এক্সপ্রেস

রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান, আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস।

Pickup van overturns on railway tracks, Rajdhani Express stuck

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: রেলগেট নামানোর সময় রেললাইন পার হওয়ার চেষ্টা। রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান, আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি শহরের বিডিও অফিস রোডের বটতলার NN36 নং রেলগেটে।

জানা গেছে, এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান। ঠিক সেই সময় আচমকা দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান রেলগেট পার করতে গেলেই গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায়। রেলগেট থেকে কিছুটা দূরে জরুরীকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করায় চালক। রেললাইনের ওপর পিক আপ ভ্যানটি থাকায় প্রায় আট ঘণ্টার বেশি সময় ধরে আটকে থাকে রাজধানী এক্সপ্রেস।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি সহ ধূপগুড়ি স্টেশন সুপার। এই ঘটনার পর রেললাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। রেল সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ পিকআপ ভ্যান চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।