ad
ad

Breaking News

Mahananda River

Mahananda River: প্লাবিত গোয়ালপোখরের অবস্থা পরিদর্শনে তৃণমূলের জনপ্রতিনিধিরা, খোঁজ নেই রায়গঞ্জের বিজেপি সাংসদের

রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পালের কেন দেখা নেই সেই প্রশ্ন তুলছেন গোয়ালপোখরের মানুষ

People's representatives of Trinamool inspecting the condition of flooded Gowalpokhor

ছবিঃ নিজস্ব

Bangla Jago Desk: ছোটার জোগাড়। রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পালের কেন দেখা নেই সেই প্রশ্ন তুলছেন গোয়ালপোখরের মানুষ। গ্রামে প্রায় তিন থেকে চারশো পরিবারের বসবাস রয়েছে। গত কয়েকদিনে টানা বৃষ্টির কারণে মহানন্দা নদীর জল বেড়ে যাওয়া গোটা গ্রাম প্লাবিত হয়েছে। গত দুই দিন ধরে রান্নাবান্না বন্ধ রয়েছে। খাবারের কষ্ট রয়েছে। এবিষয়ে গোয়ালপোখর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম জানিয়েছেন, প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

[আরও পড়ুন: Hit and run case: মুম্বই বিএমডব্লিউ হিট অ্যান্ড রান মামলার অভিযুক্তর বাবাকে পদ থেকে সরিয়ে দিল শিব সেনা 

অন্যদিকে প্রায় তিন চারশ পরিবারের রান্না ভাড়া খাওয়া বলতে গেলে বন্ধ হয়ে গেছে সানিসুইয়া গ্রাম তবে ব্লক প্রশাসন সত্যি জানা গিয়েছে জ্বর ইতিমধ্যে বেড়েছিল ও গ্রামে ঢুকে গিয়েছিল গ্রামটি নিচু বলে জল চলে আসছে ভেতরে জল আবার চলেও যাবে বৃষ্টি কম হলে। ইতিমধ্যে বিভিন্ন জনপ্রতিনিধিরা গ্রামে গিয়ে দেখে আসছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন। 

[আরও পড়ুন: Supreme Court: বিচ্ছেদের পর ভরণপোষণ পাওয়ার অধিকারী মুসলিম মহিলা, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

অন্যদিকে এবিষয়ে গোয়ালপোখর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলমকে ফোনে জিজ্ঞেস করা তিনি জানিয়েছেন, গ্রাম মহানন্দা নদীর জল ঢুকে পড়েছে। আমরা সমস্ত রকম প্রস্তুতির উপর নজর রাখছি। বেশি সমস্যা হলে গ্রামবাসীদের অন্য কোথাও থাকার জন্য ব্যবস্থা করা হবে বলে জানান তিনি