ad
ad

Breaking News

ছট উৎসব

বাংলাজুড়ে পালিত হল ছটপুজো! ঘাটে ঘাটে চোখে পড়ার মতো মানুষের ঢল

Bangla Jago Desk: পশ্চিমবঙ্গে বারো মাসে তেরো পার্বন। দুর্গাপুজো, মহরম, ছটপুজোতে জাতিধর্ম নির্বিশেষে মানুষ সামিল হন। মূলতঃ ছট উৎসবের আয়োজন করেন বাংলায় থাকা অবাঙালিরা। এবার ছট উৎসব ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার দিন ধরে পালিত হয়। ছট উৎসবের প্রথম দিন, শুক্রবার, নাহয়-খায় অনুষ্ঠান হয়। দ্বিতীয় দিন, শনিবার, খরনা হয়। তৃতীয় দিন, রবিবার, সন্ধ্যা অর্ঘ্য […]

Bangla Jago Desk: পশ্চিমবঙ্গে বারো মাসে তেরো পার্বন। দুর্গাপুজো, মহরম, ছটপুজোতে জাতিধর্ম নির্বিশেষে মানুষ সামিল হন। মূলতঃ ছট উৎসবের আয়োজন করেন বাংলায় থাকা অবাঙালিরা। এবার ছট উৎসব ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার দিন ধরে পালিত হয়। ছট উৎসবের প্রথম দিন, শুক্রবার, নাহয়-খায় অনুষ্ঠান হয়। দ্বিতীয় দিন, শনিবার, খরনা হয়। তৃতীয় দিন, রবিবার, সন্ধ্যা অর্ঘ্য দেওয়া হয়। চতুর্থ দিন, সোমবার, ঊষা অর্ঘ্য দেওয়া হয় সূর্য দেবতাকে।

ছট ব্রতীরা শেষ দু’দিন বিভিন্ন নদী বা জলাশয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে মঙ্গল কামনা করেন। কঠোর নিয়ম নীতি ও নিষ্ঠার সঙ্গে ছট পুজো করে থাকেন ব্রতীরা। পরিবারের মঙ্গল কামনায় তাঁরা এই পুজো করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছট পুজো নিয়মনিষ্ঠার সঙ্গে পালিত হয়। গঙ্গাসাগর থেকে সোদপুর, কাঁকিনাড়া-ভাটপাড়া সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ভক্তদের সমাগম ছিল নজরকাড়া। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়ার মতোই উত্তরবঙ্গের কালিয়াগঞ্জেও ভক্তদের মিলন উত্সব আলাদা সাড়া ফেলে।

পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে এই উত্সব পালনের জন্য ব্যবস্থা নেয়। ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ক্রাউড ম্যানেজমেন্ট সবকিছুই দক্ষ হাতে সামলান পুলিশ কর্মীরা। বাংলার সরকার ২দিন ছুটি ঘোষণার পাশাপাশি উত্সব পালনে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পশ্চিমবঙ্গে ছটপূজো একটি গুরুত্বপূর্ণ সামাজিক উৎসব। এই উৎসবের মাধ্যমে বিভিন্ন ধর্ম ও জাতির মানুষ একত্রিত হয়।

Free Access