চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk:রেবতি মালি, দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে শতাব্দি প্রাচীন শিবের মন্দির রয়েছে (Pond Filling)। শিবচতুর্দশীতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। প্রায় ১৫ দিন ধরে জাঁকজমক ভাবে চলে মেলা। ১১০ বছর আগে এই শিবঠাকুর এখানে পূজীত হয়ে আসছে যার সামনে এবং পিছনে রয়েছে দুটি পুকুর।
[আরও পড়ুনঃ Meghalaya Honeymoon Murder: ইন্দোরেই খুনের ছক, সহযোগিতায় সোনম! তদন্তে চাঞ্চল্যকর মোড়]
হঠাৎ করে দেখা যায় সেই পুকুরে মাটি ফেলে ভরাট করে দেয়া হচ্ছে। যা দেখে এলাকার মানুষ বিভিন্ন প্রশাসনিক অধিকারীর কাছে অভিযোগ আয় করেন। অভিযোগ পেয়ে পাথরপ্রতিমা ভূমি অধিকারীক তদন্তে আসেন। কিন্তু ততক্ষণে প্রায় পুকুর ভরাট শেষের পথে।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
অভিযোগকারীদের দাবি এই শতাব্দী প্রাচীন পুকুর অতি সত্তর পূর্বের ন্যয় ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে পুজো কমিটি এবং স্থানীয় অঞ্চল প্রধান বলেন, প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বেরার সময় আসে পিছনের পুকুরটি থাকার কারণে মানুষের খুবই অসুবিধা হয়। যার ফলে পূজা কমিটির সিদ্ধান্ত নেয় ওঠে ভরাট করে দেবে (Pond Filling)। বিনিময়ে অন্যত্র আরো একটি পুকুর খনন করবে। কিন্তু মেলার স্বার্থ চিন্তা না করে এলাকার বেশ কিছু মানুষের বিরোধিতা করছে এটা সর্বসাধারণের মেলা এই বিরোধিতায় এলাকার মানুষ মেনে নেবে না।