ad
ad

Breaking News

Nadia

নদিয়ায় পাসপোর্ট জালিয়াতি, ইডির জেরায় আটক অলোক নাথ

সেখানে পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ঘেঁটে দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অলোক নাথ নামে এক ব্যক্তিকে।

Passport fraud in Nadia, Alok Nath arrested for questioning by ED

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk:মাধব দেবনাথ, নদিয়া: পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ফের তোলপাড় নদিয়ার গেদে সীমান্ত এলাকায়। মঙ্গলবার ইডির একটি দল হানা দেয় গেদে সীমান্ত সংলগ্ন এক বাড়িতে। সেখানে পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ঘেঁটে দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অলোক নাথ নামে এক ব্যক্তিকে। এরপর তাকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা নিয়ে যান কলকাতায়। 

সূত্রের খবর অনুযায়ী, অলোক নাথ পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ইডির দাবি, তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এরপর বুধবার সকালে তাকে ছেড়ে দেয় ইডি। তবে তদন্তের স্বার্থে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মোবাইল ফোন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গেদে সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, অলোক নাথ দীর্ঘদিন ধরে পাসপোর্ট ভিসার কাজ করতেন। তার বিরুদ্ধে হঠাৎ এমন অভিযানে তারা অবাক।

ইডি এখনও পুরো ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে তদন্ত চলছে বলেই সূত্রের খবর। প্রশাসনিক মহলে ধারণা, এই ঘটনার পেছনে কোনো বড় চক্রের যোগসূত্র থাকতে পারে, যার খোঁজে তৎপর ইডি।