চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করে দলীয় নেতৃত্ব। তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়। বুধবার এই বিধায়ককে শোকাজ করেছিল দলের শৃংখলা রক্ষা কমিটি। বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন।
[আরও পড়ুন: হুমায়ুনকে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দলনেত্রীর]
সূত্রের খবর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেন। বিধানসভা সূত্রে খবর, আগে শোকজের জবাব দেওয়ার নির্দেশ হুমায়ুন কবীরকে। নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হুমায়ুন কবীর। সৌজন্য সাক্ষাতের পরেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনস্থিত দলীয় কার্যালয়ে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল দলের শৃঙ্খলার ওপর। এই নিয়ে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দলের শীর্ষ নেতৃত্ব। একটি সংসদীয় ক্ষেত্রে একটি বিধানসভার ক্ষেত্রে এবং অন্যটি দলগত ক্ষেত্রে। দলের বিরুদ্ধে কোন মন্তব্য বা দল বিরোধী আচরণ করলে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়। শৃংখলা রক্ষা কমিটি এই নিয়ে কড়া নজরদারি চালাবে এবং কড়া পদক্ষেপে নেবে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, কোনরকম দলবিরোধী কাজ বরদাস্ত করবে না দল। দলের নিয়ম-নীতি মেনে চলতে হবে সকলকে। যে কেউ কোনো বিষয় নিয়ে মুখ খুলতে পারবেন না। এই নিয়ে মিডিয়া কমিটিও গঠন করে দেওয়া হয় বৈঠকে। দলের কোন নেতা কোন বিষয়ে মিডিয়ার সামনে কথা বলবেন তার তালিকা প্রকাশ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই তালিকা প্রকাশ করেন।
সেই তালিকায় নাম না থাকা সত্ত্বেও বারবার মিডিয়ার সামনে মতামত প্রকাশ করার অভিযোগ মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। তাঁর বিভিন্ন ধরনের মতামত কার্যত দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল বলেই মনে করেন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। যদি তার কোন বক্তব্য থেকে থাকে তা দলের অন্দরে বলা প্রয়োজন বলে মনে করেন তারা। দলের অভ্যন্তরীণ বিষয়ে মতামত দেওয়ার পর ফের সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তৃণমূলের এই বিধায়ক।
[আরও পড়ুন: অবৈধ বালি কারবার,পুলিশি অভিযান জারি]
সেই অভিযোগে শোকজ করা হয় এই বিধায়ককে। এই নিয়ে হুমায়ুন কবীর সংবাদমাধ্যমের সামনে জানান, যথাসময়ে দলকে জবাব দেব। তিনি আরো বলেন, হুমায়ুন কবীরকে পরীক্ষা দেওয়ার কিছু নেই। নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করবো। রাজনীতির ময়দানে কাউকে ভয় করি না। দলকে যা জানানোর যথাসময়ে জানাবো। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা দল তদন্ত করে দেখুক, এ কথাও বলেন তিনি। এরপর বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তিনি। সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী তাকে নির্দেশ দেন শোকজের জবাব দেওয়ার।