ad
ad

Breaking News

Para Teacher

Para Teacher: প্যারা টিচারদের জন্য সুখবর! বাড়ছে বেতন, মিলছে পদোন্নতি ও নতুন পদবী

একই সঙ্গে প্রাইমারি প্যারা টিচারদের আপার প্রাইমারি স্তরেও নিযুক্ত করা হতে পারে, যা তাদের বেতন কাঠামোকে সহকারী শিক্ষকদের কাছাকাছি নিয়ে আসবে। এই পদক্ষেপের ফলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

Para Teacher: Promotion and New Designation Announced

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের জন্য রাজ্য সরকারের তরফে এক বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে(Para Teacher)। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, পদোন্নতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগের প্রেক্ষিতে এবার নবান্নের তরফে আসছে বহু প্রতীক্ষিত স্বস্তির বার্তা। সূত্রের খবর, কয়েক হাজার প্যারা টিচারের বেতন বাড়ানোর পাশাপাশি তাদের পদের নাম পরিবর্তন করে “অতিরিক্ত সহকারী শিক্ষক” করার ভাবনা চলছে।

[আরও পড়ুন: Kalyan Banerjee: ছাত্র রাজনীতি বনাম কলেজে চাকরি,কসবা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য কল্যাণের]

একই সঙ্গে প্রাইমারি প্যারা টিচারদের আপার প্রাইমারি স্তরেও নিযুক্ত করা হতে পারে, যা তাদের বেতন কাঠামোকে সহকারী শিক্ষকদের কাছাকাছি নিয়ে আসবে(Para Teacher)। এই পদক্ষেপের ফলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে। মহিলা প্যারা টিচারদের জন্য বড় স্বস্তি এনে দিচ্ছে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত নয়া প্রস্তাব। এখন থেকে তারা পেতে পারেন ৭৩০ দিনের ছুটি, যা মাতৃত্বকালীন ভারসাম্য রক্ষায় সাহায্য করবে।

লিঙ্ক: https://www.facebook.com/Banglajagotvofficial/

এছাড়া, প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারা টিচারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে(Para Teacher)। এমনকি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় তাদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ারও ভাবনা চলছে, যদিও তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ২৬ হাজার শিক্ষক নিয়োগ মামলার রায় এই সিদ্ধান্তের বাস্তবায়নের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, রাজ্যের প্যারা টিচারদের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখাচ্ছে নবান্ন।