Bangla Jago TV Desk : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির ওড চা বাগানের ২৬ নম্বর সেকশনে হাতির হানায় মৃত্যু এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম কিরণ তির্কি। সে নকশালবাড়ি মেরিভিউ এলাকায় বাসিন্দা। জানা গিয়েছে যে ওই এলাকায় হাতির দল ঢুকে। এবং গোটা এলাকা দাপিয়ে বেড়ায়। এরপর চা বাগানের শ্রমিকরা প্রথমে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান।
তখনই বুঝতে পারেন যে হাতির হানায় মৃত্যু হয়ছে। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশ ও বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃতের ভাস্তা সন্দীপ টপ্পো বলেন কাকা তিনদিন থেকে নিখোঁজ ছিল। আমরা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু খোঁজ পাইনি। এরপর এদিন এই এলাকার বাসিন্দারা আমাদের খবর দেন আমরা এসে দেখি যে কাকুর মৃতদেহ। অপরদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।
FREE ACCESS