ad
ad

Breaking News

Ganesh Puja

সুসজ্জিত গণেশ চতুর্দশী উপলক্ষে মৃৎশিল্পীর দোকানগুলিতে গণেশের মূর্তি কিনতে ভিড় 

রাত পোহালেই গণেশ চতুর্দশী আর এই গণেশ চতুর্দশী উপলক্ষে, সিউড়ির মৃৎশিল্পীরা বিভিন্ন গণেশের ছোট থেকে বড় মূর্তি তৈরি করে দোকানের সামনে পসরা সাজিয়ে বিক্রি করতে বসেছেন

On the occasion of the well-decorated Ganesh Chaturdashi, pottery shops are thronged to buy Ganesha idols

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk, পার্থ দাস, বীরভূম :  রাত পোহালেই গণেশ চতুর্দশী আর এই গণেশ চতুর্দশী উপলক্ষে, সিউড়ির মৃৎশিল্পীরা বিভিন্ন গণেশের ছোট থেকে বড় মূর্তি তৈরি করে দোকানের সামনে পসরা সাজিয়ে বিক্রি করতে বসেছেন। গত কয়েকদিন ধরে সে মতন গণেশ পূজার জন্য ইতিমধ্যে গণেশ ভক্তরা ভিড় জমিয়েছে। সেই সকল দশকর্মের দোকান থেকে শুরু করে মৃৎ শিল্পীদের দোকানে, শনিবার সকাল আটটা থেকে শুরু হচ্ছে গণেশ চতুর্দশী। এই গণেশ চতুর্দশী উপলক্ষে সমস্ত ব্যবসাদার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুজো করা হবে। গণেশের প্রতি বছর দুর্গাপুজোর আগেই এই গণেশ চতুর্দশীতে পুজো করা হয়।

[আরও পড়ুন: Shivaji Statue: মাত্র ৮ মাস আগের মূর্তি ভাঙল কিভাবে? গ্রেফতার শিবাজি মূর্তির ভাস্কর]

গণেশের নিষ্ঠার সাথে পুজো করতে পুজোর আয়োজনের ব্যস্ত সমস্ত ব্যবসা যারা সিউড়িতে বিগত দিনে গণেশ পূজার সেভাবে ধুমধাম ভাবে না হলেও যত দিন বাড়ছে বড় বড় গণেশ পুজোর আরাধোনায় মত্ত হচ্ছেন সিউড়িবাসী। বিগত দিনে দুই থেকে তিনটি জায়গায় পুজিত হত বড় মূর্তির গণেশ। এবারের দিন দিন দু তিনটে করে বাড়তে বাড়তে প্রায় কুড়ি ২২ টি মতন গণেশ পূজো হয় সিউড়ি এলাকায়। বেশিরভাগ ব্যবসায়ী যারা ধুমধাম সহকারে তাদের ব্যবসার উন্নতির জন্য গণেশ পূজার আলোচনা করে থাকে। এবারও সে মতন বীরভূমের বিভিন্ন জায়গায় গণেশ পূজার আয়োজন করা হয়েছে।  শনিবার গণেশ পূজো তাই তার আগেই ঠাকুর কিনতে ব্যস্ত সে সকল ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় এ বছরেও দাম বেড়েছে প্রতিমার। দাম বাড়লেও পুজো করার জন্য গণেশ মূর্তি কিনে নিয়ে বাড়িতে যাচ্ছেন  ব্যবসায়ীরা।