ad
ad

Breaking News

Navadwip Gaurang Bridge

দুর্গাপুজোর মুখেই ফের ফাটল নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু

দুর্গাপুজোর মুখেই ফের বড়োসড়ো ফাটল নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে! সকাল থেকেই নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নজর নবদ্বীপ পুলিশ প্রশাসনের।

On the eve of Durga Puja, Navadwip Gaurang Bridge of Nadia broke again

Bangla Jago Desk,মাধব দেবনাথ, নদিয়া: দুর্গাপুজোর মুখেই ফের বড়োসড়ো ফাটল নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে! সকাল থেকেই নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নজর নবদ্বীপ পুলিশ প্রশাসনের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে! খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন এবং নবদ্বীপ ট্রাফিক পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।

সূত্রের খবর, সকালে কিছু মানুষের নজরে পরে ব্রীজে বড়োসড়ো ফাটল ধরেছে,তৎক্ষনাৎ খবর দেয় নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন কে এবং নবদ্বীপ ট্রাফিক গার্ড কে ,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌছোয় নবদ্বীপ থানার পুলিশ প্রশাসনের আধিকারিক সহ নবদ্বীপ ট্রাফিক গার্ডের আধিকারিকরা, পাশাপাশি খবর দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরকেও,এমন কি ঘটনাস্থলে পৌছোয় ইঞ্জিনিয়ার-রা,এবং বিষয়টি খতিয়ে দেখেন। যদিও নবদ্বীপ থানার পুলিশ প্রশাসনের তরফে সকাল থেকেই ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

উল্লেখ‍্য, এই একই জায়গায় গত ২১ সালে এমনই ফাটল দেখা দিয়েছিল,সেই সময় বেশ কিছু দিন বন্ধ থাকে যান চলাচল, এবং নিয়ন্ত্রণ করা হয়েছিল ভারী যান চলাচল, পরবর্তী সময়ে ব্রীজের সাময়িক কিছু কাজ করে কতৃপক্ষ, পাশাপাশি গৌরাঙ্গ সেতুর গার্ড ওয়াল কেটে ব্রীজের ওজন নিয়ন্ত্রণ করা হয়, ও নীল সাদা রং করা হয়, আর বৃহস্পতিবার সকালে ফের একই জায়গায় দেখা যায় বড়োসড়ো ফাটল।

স্থানীয়দের একাংশের দাবী বড়োসড়ো বিপদ বা দুর্ঘটনা ঘটতে পারতো, সময় মতো যদি নজরে না পড়তো স্থানীয় দের। আর এই বিষয়ে এবারে,নড়েচড়ে বসলো প্রশাসন। ঘন্টা কয়েকের মধ্যে পূর্ত দপ্তরের আধিকারিকরা এসে দ্রুত মেরামতির কাজ শুর করার নির্দেশ দেন যদিও এখনো যান চলাচল ব্যাহত রয়েছে। জানা যায়, এই গৌরাঙ্গ সেতু দিয়েই নদীয়া এবং বর্ধমানের যোগাযোগের একমাত্র রাস্তা।