Bangla Jago Desk, মৌ বসু: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আগামী ১৬ ও ১৭ নভেম্বর হবে পশ্চিমবঙ্গের ক্লার্কশিপ পরীক্ষা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার আয়োজন করছে। পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (www.psc.wb.gov.in) থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামী ২ নভেম্বর থেকে পাওয়া যাবে। পরীক্ষার্থীদের অ্যাডমিড কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে তারপর প্রিন্ট আউট বের করে নিতে হবে। সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট সঙ্গে নিয়ে পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে।
১৬ না ১৭ নভেম্বর কোন দিন পরীক্ষা তা পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর জানা যাবে। এমনকি, পরীক্ষা কেন্দ্র কোথায় পড়েছে তাও জানা যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর। পরীক্ষা ক’টা থেকে শুরু, পরীক্ষার রিপোর্টিং টাইম-সহ একাধিক বিষয়ের উল্লেখ থাকবে অ্যাডমিট কার্ডে। ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে ৬ হাজারের বেশি শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
রাজ্যের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট ও বিভিন্ন জেলা দফতরে লোয়ার ডিভিশন অ্যাসিসট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ২২,৭০০ টাকা থেকে শুরু করে ৫৮,৫০০ টাকার মধ্যে। ১৬-১৭ নভেম্বর হবে প্রথম ধাপের পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসার সুযোগ মিলবে। তারপর থাকবে ইন্টারভিউ পর্ব। প্রথম ধাপে পার্ট ওয়ান পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। পার্ট টু পরীক্ষায় চিরাচরিত লিখিত বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে। টাইপিংয়ের দক্ষতাও যাচাই করা হবে। ক্লার্কশিপ পরীক্ষার জন্য মোট ৭,১৪,৪১৩ জন চাকরিপ্রার্থী নাম নথিভুক্ত করেছেন।