চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। ক্রমাগত বৃষ্টি ও ভুটান থেকে নেমে আসা জলের কারণে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা। কয়েক ঘণ্টার মধ্যেই প্রাকৃতিক তাণ্ডব তছনছ করে দিয়েছে একাধিক এলাকা (North Bengal Floods)। পরিস্থিতি স্বচক্ষে পর্যালোচনা করতে সোমবার সকালে পাহাড়ের দিকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে তিনি ঘোষণা করেন, বন্যায় মৃতদের পরিবারের প্রত্যেককে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়, মৃতদের পরিবারকে ৫ লক্ষ আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর pic.twitter.com/CE0wJpo3Cj
— BanglaJago Tv (@BanglaJagotv) October 6, 2025
বিমানবন্দর থেকেই কেন্দ্র ও ডিভিসিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “কতটা জল সামলাবো? বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর। ডিভিসি ইচ্ছেমতো জল ছেড়ে চলেছে। মাইথন, ডিভিসন, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করছি লাগাতার। কলকাতার কী অবস্থা হয়েছিল সেদিন। এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্য়ান মেড বন্যায় এতগুলো প্রাণ গেল (North Bengal Floods)।”
[আরও পড়ুন: প্রাণঘাতী হামলা! কলকাতার ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, বোমাবাজি করে চম্পট]
মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি হাসিমারা হয়ে নাগরাকাটা যাবেন। যতদূর পর্যন্ত এগোনো সম্ভব তিনি ততদূর পর্যন্ত যাবেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, সরকারের কাছে দুর্যোগের জেরে ২৩ জনের মারা যাওয়ার খবর এসেছে। সেই ২৩টি পরিবারের জন্য আর্থিক সাহায্য করবেন তিনি। তিনি এই আর্থিক সাহায্য নিয়ে বলেন, “মৃত্যুর তো কোনও ক্ষতিপূরণ হয় না। তবে যারা পরিবারের সদস্যরা রইল, তাঁদের তো বাঁচতে হবে, তাই পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে (North Bengal Floods)।”