ad
ad

Breaking News

Primary Section

Primary Section: শিক্ষাক্ষেত্রে নতুন সিদ্ধান্ত, ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্কুলে অন্তর্ভুক্ত হবে পঞ্চম শ্রেণি

চতুর্থ শ্রেণি পর্যন্ত সিমাবদ্ধ থাকছে না প্রাথমিক স্কুল।

New decision in the education sector, the fifth class is going to go to primary school in the academic year 2025

সংগৃহীত

Bangla Jago Desk: চতুর্থ শ্রেণি পর্যন্ত সিমাবদ্ধ থাকছে না প্রাথমিক স্কুল। উচ্চ প্রাথমিক থেকে বেরিয়ে এবার এই স্কুলের অন্তর্ভুক্ত হতে চলেছে পঞ্চম শ্রেণি। ২০২৫ শিক্ষাবর্ষে রাজ্যের অন্তত ২ হাজার ৩৩৫টি প্রাথমিক স্কুলে যুক্ত হতে চলেছে পঞ্চম শ্রেণি। বুধবার স্কুলশিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।

 

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, ২০০৯’-এর বিষয়টি। সেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের বেশ কিছু প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে যুক্ত করা হবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যের ২ হাজার ৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেনি যুক্ত করার কথা বলা হয়েছে। আর তার মধ্যে ৫২ টি কলকাতার, হুগলি ২০৮টি, হাওড়ার ১৪৫টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৯৮ ও ৩২৭টি, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে ৬৫টি, ৬১টি, পূর্ব ও পশ্চিম বর্ধমানের যথাক্রমে ৮৩টি এবং ৮৭টি, বাঁকুড়ার ৪৫টি, বীরভূমের ১১৯টি, পুরুলিয়ার ২৪টি স্কুল রয়েছে।

এই তালিকায় উত্তরবঙ্গেরও বেশ কিছু স্কুল রয়েছে। মালদহের ২২৯টি, জলপাইগুড়ির ২৭টি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ৭৯ এবং ১৭টি আর কোচবিহারের ২৫টি পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্কুলে যুক্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপযুক্ত ব্যবস্থাপনা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ২০০৯-এর শিক্ষা বিষয়ক ওই কেন্দ্রীয় আইন অনুযায়ী শিক্ষার প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত হল প্রথম থেকে পঞ্চম শ্রেণি। তবে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে এতদিন চতুর্থ শ্রেনি পর্যন্ত ছিল তবে এবার উচ্চ প্রাথমিক থেকে প্রাথমিকে আসতে চলেছে পঞ্চম শ্রেনি। শিক্ষাদপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ৫৬ হাজার। সেই সব স্কুলে ক্ষুদে পড়ুয়াদের পঠন পাঠনের দায়িত্ব নিয়েছেন ১ লক্ষ ৮০ হাজার শিক্ষক।