ছবিঃ নিজস্ব
Bangla Jago Desk : বিভিন্ন সরকারি দফতর ও ভবনে বিদ্যুত খরচে রাশ টানতে রাজ্য সরকার ১৬ দফা নির্দেশিকা জারি করেছে। বিদ্যুৎ অপচয় নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর বিভিন্ন দফতরে বিদ্যুত ব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা এই নির্দেশিকা সব দফতরকে পাঠিয়েছেন। সরকারি ভবনে বিদ্যুৎ খরচ কীভাবে কমাতে হবে, তার খুঁটিনাটি জানানোর পাশাপাশি রাস্তার আলো কতক্ষণ জ্বলবে (বিকেল সাড়ে ৫টা থেকে পরের দিন ভোর সাড়ে ৫টা পর্যন্ত), তাও পুরসভা-পঞ্চায়েতগুলিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। টিফিনের সময় ও ছুটির পরে পাখা, আলো সহ অন্যান্য বৈদ্যুতিক উপকরণ বন্ধ করে দিতে বলা হয়েছে। জানালার কাছে ও অন্য যেসব জায়গায় পর্যাপ্ত আলো রয়েছে, সেখানে আলো জ্বালাতে নিষেধ করা হয়েছে। কাজ শেষ হলে কম্পিউটার, এয়ারকন্ডিশনার প্রভৃতি বন্ধ রাখতে বলা হয়েছে। এয়ারকন্ডিশনার চলার সময় তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দফতরে এলইডি আলো ও আইএসআই সার্টিফিকেট প্রাপ্ত ইলেকট্রিক উপকরণ ব্যবহার করে বিদ্যুতের খরচ কমানোর পরামর্শও দেওয়া হয়েছে। সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে এই নিয়ন্ত্রণে ছাড় দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই ছাড় কোন কোন জায়গায় প্রযোজ্য হবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
গত মাসের ১১ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে যে প্রশাসনিক বৈঠক করেছিলেন সেখানে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণের কথা জানিয়েছিলেন। অযথা বিদ্যুৎ অপচয় যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর পরেই রাজ্যের বিদ্যুৎ দফতর কয়েকটি বিষয় নিয়ে রাজ্য সরকারি দফতরে কি করতে হবে তা জানিয়েছে।
* একটি সরকারি অফিসে যদি দুটো এসি থাকে তাহলে সেখানে একটি এসি চালাতে হবে।
* অফিস ঘরে লাইট ৫০ শতাংশ চালানোর
* প্রয়োজন ছাড়া লাইট বন্ধ রাখতে হবে
* করিডরের লাইট প্রয়োজন ছাড়া বন্ধ রাখতে হবে। শুধুমাত্র এমার্জেন্সি লাইট ছাড়া
* সোলার সিস্টেমকে সঠিকভাবে ব্যবহারের জন্য রক্ষণাবেক্ষণ করতে হবে
* অযথা কম্পিউটার-ফ্যান -ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকতে হবে
বিদ্যুৎ দপ্তর কর্তৃক সরকারি অফিস গুলিতে ‘মেসেজ অর্ডার’ জারি হয়েছে। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, নোটিফিকেশন চলতি সপ্তাহের মধ্যে হওয়ার কথা।