ad
ad

Breaking News

Karam Puja

Karam Puja: করম পুজোর দিন সরকারি ছুটি ঘোষণা, বিজ্ঞপ্তি জারি নবান্নের

সমস্ত সরকার ও সরকারপোষিত দপ্তর, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েতে ছুটি থাকবে।

nabanna announces holiday for karam puja

চিত্র : সংগৃহীত

Bangla Jago  Desk : করম পুজো উপলক্ষে আগামী ১৪ই সেপ্টেম্বর সমস্ত সরকারি অফিস ছুটি থাকবে। এমনই একটি বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। ঐদিন সমস্ত সরকারি দফতর, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত ছুটি থাকবে। বুধবার এই বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। যেহেতু এই পুজোর কোন নির্দিষ্ট দিন নেই তাই সরকারি ছুটির তালিকায় গরম পুজোর কথা উল্লেখ করা থাকে না। প্রত্যেক বছর আলাদা করে একটি বিজ্ঞপ্তি জারি করে ছুটির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

[ আরও পড়ুন : Kunal Ghosh: ‘বাংলাকে অশান্ত করতে চায় অপশক্তি’, দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা কুণালের ]

তিথি মতে, পার্শ্ব একাদশীর দিন হয় করম পুজো। এই পূজোর প্রস্তুতি শুরু হয় ৭ দিন আগে থেকে। পুজোর জন্য কংসাবতী নদীর চর থেকে মাটি সংগ্রহ করেন মহিলারা। এরপর সেখানে নানান শস্যদানা রোপন করেন। সেসব অঙ্কুরিত হলে করণ পূজোর দিন তা তুলে পূজা করা হয়। পুজো উপলক্ষে সারাদিন বেশ ধুমধাম করে চলে নাচ গান এবং অন্যান্য আনন্দ অনুষ্ঠান। কুড়মি ছাড়াও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনও করম উৎসবে মেতে ওঠেন।

বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকা যেমন ছোট নাগপুর মালভূমি এলাকায় মহাসাড়ম্বরের সঙ্গে পালিত হয় করম উৎসব। রাঢ় বাংলার পুরুলিয়া ছাড়াও ঝাড়খন্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড়ের আদিবাসীরা এই উৎসবে হৈ হৈ করে করম পূজোয় মেতে উঠেন।

[ আরও পড়ুন : RG Kar Protest: চিকিৎসক ছাত্রীর মৃত্যুতে তোলপাড় দেশ, শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি কবে? ]

প্রসঙ্গত, গত বছর এই ঘোষণা ছুটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সবেরবরাত ও গরম পূজোর দিন ছুটি দেওয়ার দাবি দীর্ঘদিনের। তাই সেই মোতাবেক এই ছুটি ঘোষণা করা হবে। ক্যালেন্ডারে এই ছুটি র দিন উল্লেখ করা থাকে না। প্রত্যেক বছর এই ছুটির দিন আলাদা করে ঘোষনা করা হয়। এবছর ছুটি নিয়ে নানান জল্পনা থাকলেও শেষমেষ অর্থ দফতর এই ছুটির ঘোষণা করে দেয়।