ad
ad

Breaking News

Nadia

রাস উৎসবের আগে নজরদারি জোরদার, নবদ্বীপে বিপুল পরিমাণ গাঁজা ধরা পড়ল

জেলা পুলিশের এক আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়।

nabadvip-54kg-weed-seizure

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় দু’জন মহিলা সহ চারজনকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। রাস উৎসবের প্রাক্কালে এমন বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।সোমবার সকালেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি (ডি অ্যান্ড টি)-এর নেতৃত্বে নবদ্বীপ থানার বিশাল পুলিশবাহিনী অভিযান চালায় নবদ্বীপ ধাম স্টেশনের রেলওয়ে রিক্রেশন মাঠ সংলগ্ন এলাকায়। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫৪ কেজি নিষিদ্ধ গাঁজা, একটি স্কুটি এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কাশীনাথ পাল, গণেশ মজুমদার, গৌরী সরকার এবং দেবী রায়। তাঁদের মধ্যে দুইজন জলপাইগুড়ি এবং দুইজন নবদ্বীপের বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, এই গাঁজা অন্য জেলায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। ধৃতদের সোমবারই কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তোলা হয়।

তদন্তের স্বার্থে পুলিশ দশ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়। ধৃতদের জেরা করে জানা হচ্ছে, এই গাঁজার মূল সরবরাহকারী কারা এবং কোন পথে পাচারের পরিকল্পনা ছিল। রাস উৎসবের ঠিক আগে এমন বিপুল পরিমাণ মাদক উদ্ধারকে পুলিশের বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।