ad
ad

Breaking News

Murshidabad

Murshidabad: তিন সন্তানের সামনেই স্ত্রীর গলায় হাঁসুয়া চালিয়ে ‘খুন’, পলাতক স্বামী

চোখের সামনে মায়ের হত্যাকাণ্ড! তিন শিশুর সামনে স্ত্রীর গলায় হাঁসুয়া চালিয়ে খুন করল স্বামী, এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটল মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত আহিরণ মাঠপাড়ায়। মৃতার নাম রেশমি বিবি

Murshidabad: Man Kills Wife with Cleaver in Front of Children

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: চোখের সামনে মায়ের হত্যাকাণ্ড! তিন শিশুর সামনে স্ত্রীর গলায় হাঁসুয়া চালিয়ে খুন করল স্বামী, এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটল মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত আহিরণ মাঠপাড়ায়। মৃতার নাম রেশমি বিবি (২২)।(Murshidabad) অভিযুক্ত স্বামীর নাম মসিবুল শেখ, পেশায় পরিযায়ী শ্রমিক। ঘটনার পর থেকেই পলাতক সে।

আরও পড়ুন:Phila Lobi: বাভুমার সাফল্যের পিছনেও রয়েছেন তাঁর রিয়েল এস্টেট কোম্পানির মালকিন বউ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে রেশমি ও মসিবুলের বিয়ে হয়। তাঁদের তিন সন্তান রয়েছে। অধিকাংশ সময় কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকতেন মসিবুল। দীর্ঘদিন ধরেই দাম্পত্যে অশান্তি চলছিল। মৃতার দিদি নুরবানু বিবির দাবি, ফোনে প্রায়শই ঝগড়া হত। টাকা পাঠানোও বন্ধ করে দেয় মসিবুল। রেশমি বিড়ি বেঁধে সন্তানদের মানুষ করছিলেন।

রবিবার রাতে বাড়িতে ফেরে মসিবুল। রাতেই শুরু হয় তীব্র বিবাদ। সোমবার সকালে ফের ঝগড়ার জেরে, তিন সন্তানের সামনেই হাঁসুয়া (Murshidabad) দিয়ে স্ত্রীর গলায় কোপ বসায় অভিযুক্ত। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় রেশমির। অভিযোগ, শিশুদের হুমকি দিয়ে সে পালিয়ে যায়।

Bangla Jago fb: https://www.facebook.com/Banglajagotvofficial

ঘটনার কথা জানিয়ে সন্তানরা প্রতিবেশীদের ডাকে। খবর পেয়ে আহিরন ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।

মৃতার পরিবারের দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের কঠিনতম শাস্তি দিতে হবে মসিবুলকে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে (Murshidabad) পুলিশের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।ঘটনায় এলাকায় তীব্র শোক ও ক্ষোভের পরিবেশ। প্রশ্ন উঠছে, কবে রক্ষা পাবে গৃহবন্দি নারীরা এই নির্যাতনের চক্র থেকে?