চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: মুর্শিদাবাদের লালগোলার বাউসমারি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় একটি বাড়ি থেকে আটটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে (Murshidabad Bomb Seizure)।
আরও পড়ুনঃ Haridevpur Shootout: প্রেম থেকে প্রাণঘাতী শত্রুতা, হরিদেবপুর কাণ্ডে এবার পুলিশের জালে শ্যুটার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হল প্রসেনজিৎ মণ্ডল (২০) এবং বিশ্বজিৎ মণ্ডল (২৪)। তাদের বাবার নাম কৃষ্ণ মণ্ডল। ধৃত দুই যুবকের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বাউসমারি গ্রামেই এবং তারা সম্পর্কে দুই ভাই। (Murshidabad Bomb Seizure)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে এএসআই প্রিয়তোষ দাসসহ পুলিশের একটি দল বাউসমারি গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি নাইলনের ব্যাগের মধ্যে থেকে মোট আটটি তাজা বোমা উদ্ধার করা হয়। (Murshidabad Bomb Seizure)
সমস্ত আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে খবর, আজ ধৃতদের আট দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।
লালগোলা থানার পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে, কেন এই দুই ভাই তাদের বাড়িতে বোমা মজুত করে রেখেছিল এবং এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। (Murshidabad Bomb Seizure)