নিজস্ব চিত্র
Bangla Jago Desk: আমতা এক নম্বর ব্লকের গগন মোড় এর কাছে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানায় প্লাস্টিক সামগ্রী তৈরি হয়। মঙ্গলবার রাত আনুমানিক ১ টা নাগাদ ওই কারখানায় ঘুমিয়ে ছিলেন এক শ্রমিক। সেইসময় তিনি ওই কারখানায় আগুন ধরতে দেখেন ।
হাওড়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড pic.twitter.com/0cAydrgm3j
— Bangla Jago Tv (@BanglaJagotv) February 19, 2025
এরপর ওই শ্রমিক আশপাশে থাকা শ্রমিকদেরও কারখানার মালিককে খবর দেয়। এরপর সাথে সাথে খবর দেওয়া হয় দমকলকে খবর দিলে ওই ঘটনাস্থলে মোট ৫ টি ইঞ্জিন আসে। এরপর প্রায় ঘন্টা ৩ এর বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । খবর দেওয়া হয় আমতা থানার পুলিশকেও। এরপর ওই এলাকায় উপস্থিত হন রাজশ্রী বাগ আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, আমতা এক বিডিও অদ্রিতা সমাদ্দার , আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিক সাউ, পঞ্চায়েত সমিতির সদস্য সমন্ত সাউ ।
হাওড়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কি বলছেন দমকল কর্মী ও প্রত্যক্ষদর্শী pic.twitter.com/SwXNvui65f
— Bangla Jago Tv (@BanglaJagotv) February 19, 2025
তবে এই ঘটনায় হতাহতের বা আহতের কোন খবর নেই। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে। তবে কারখানা মালিকপক্ষের থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেইরকম কোন বক্তব্য মেলেনি।