ad
ad

Breaking News

মমতা বন্দ্যোপাধ্যায়

৩ রাজ্যে  কংগ্রেসের পরাজয় নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Bangla Jago Desk: গত রবিবার ৪ রাজ্যের বিধানসভার ফলপ্রকাশ হয়েছে। যার মধ্যে তিনটিতেই জিতেছে বিজেপি। এই প্রসঙ্গে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসের থেকে ছত্রিশগড় আর রাজস্থান নিয়ে নিয়েছে। আবার কংগ্রেস তেলেঙ্গানা পেয়েছে। ৩৯%-৪২% ভোটের ফারাক। আর ১২ শতাংশ ভোট কেটেছে কে? এর জন্য শুধু রাজস্থানেই ৭০টা আসন ওরা জিতে গেছে।‌ শুধু […]

Bangla Jago Desk: গত রবিবার ৪ রাজ্যের বিধানসভার ফলপ্রকাশ হয়েছে। যার মধ্যে তিনটিতেই জিতেছে বিজেপি। এই প্রসঙ্গে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসের থেকে ছত্রিশগড় আর রাজস্থান নিয়ে নিয়েছে। আবার কংগ্রেস তেলেঙ্গানা পেয়েছে। ৩৯%-৪২% ভোটের ফারাক। আর ১২ শতাংশ ভোট কেটেছে কে? এর জন্য শুধু রাজস্থানেই ৭০টা আসন ওরা জিতে গেছে।‌ শুধু প্রচার করলেই হয় না, শুধু বিজ্ঞাপন দিয়ে হয় না, আর বক্তৃতা দিলেই হয় না। স্ট্র্যাটেজিটা ঠিক করতে হয়। ‌স্ট্র্যাটেজি ঠিক করলেই হবে। আমি এখনও মনে করি আসন রফা করলে বিজেপি সরকারে আসবে না। ইলেকশন কোথায় হলো? শুধু তো হলো এজেন্সি সিলেকশন।”

তিন রাজ্যে বিজেপির জয় নিয়ে এদিন বঙ্গ বিজেপির উল্লাশকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আজ নাকি ওঁরা মিষ্টি বিলি করছে। আমি বলি আরও তিন দিন করুন। এটা কংগ্রেসের পরাজয়, এটা মানুষের পরাজয় নয়। মানুষ কিন্তু রায় দিয়েছে বিজেপির বিরুদ্ধে। ওঁরা বলছে এখানে ২৫টা আসন পাবে। আগে ৫ টা পাও, তারপর বড় বড় কথা বোলো। রাজনীতিতে রাজনৈতিক দরকষাকষি থাকবে, কিন্তু অহঙ্কারী হবেন না। অহঙ্কার ই পতন ডেকে আনবে। আমার বাড়ির পাশে বাজি ফাটাচ্ছে। ফাটাচ্ছে ফাটাক। ইন্ডিয়া হেরে গেছে তো, সেই সময় কিনে রেখেছিল, সেগুলো ফাটিয়েছে। ইন্ডিয়া তো হেরে গেছে ওঁদের জন্য।”

বিজেপির ওয়াক আউট নিয়ে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে বলেন, “আমাকে না হয় আপনারা পছন্দ করেন না, আমাকে না হয় দেখতে খারাপ, কিন্তু অধ্যক্ষকে তো শুনতে পারতেন। আমার দলের সাংসদরা আমাকে জানতে চেয়েছিল সংসদের অধিবেশনে তাঁরা কি করবে? আমি বলেছিলাম হাউস বয়কট করবে না। হাউস বয়কট করলে নিজেদের কথা বলা যায় না। সেটা ঠিক নয়।”

কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি প্রসঙ্গে এদিন তিনি বলেন, “পুলিশ অফিসারদের ফোন করে করে বলছে যদি কথা না শোনো তাহলে ইডি যাবে, সিবিআই যাবে। ইডি সিবিআই এর গাড়িতে করে মানি সাপ্লাই করে। অনেক কিছু জানি।” উত্তরবঙ্গ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, “এরা বাংলা থেকে দার্জিলিংকে আলাদা করার চক্রান্ত করে প্রতি দশ বছর অন্তর। আমি তাই বারবার দার্জিলিং যাই পাহাড়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধনের জন্য। আমার কোন পরিবার নেই, মানুষের পরিবার‌ই আমার পরিবার।” প্রসঙ্গত, এদিন বক্তৃতা চলাকালিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ১৫ ডিসেম্বর থেকে ফের রাজ্যে দুয়ারে সরকার চালু হবে।

Free Access