ad
ad

Breaking News

Mamata Banerjee

শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, উত্তরবঙ্গে হাওয়া বিপর্যয়ের পর তৃণমূল সুপ্রিমো দ্বিতীয় দফার সফরে গিয়েছেন।

mamata-banerjee-mahakal-temple-siliguri-announcement

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ফের দার্জিলিং থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো এবং জানান যে শিলিগুড়িতে রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে। শুধু তাই নয়, সেখানে কনভেনশন সেন্টার পর্যন্ত তৈরি করা হবে বলে জানান তিনি। যদিও এর সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও পরিষ্কার করে দেন যে গড়তে সময় লাগবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ডিএমকে একটা জমি দেখতে বলেছি শিলিগুড়িতে। সেখানে এক কনভেনশন সেন্টার হবে। মহাকাল মন্দির তার পাশেই তৈরি করা হবে। সবচেয়ে বড় শিব রাখা হবে এখানে।” সময় লাগার কথা প্রসঙ্গে তিনি বলেন, “একটু সময় হয়তো লাগবে এটা করতে। গঠন করতে হবে ট্রাস্টি বোর্ড। বিনামূল্যে জমি দেওয়া হবে সরকারের তরফ থেকে।”

জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দেন সূর্যমুখী ফল ও দুধ দিয়ে। এর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে জনসংযোগও করেন এবং কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে। প্রসঙ্গত, উত্তরবঙ্গে হাওয়া বিপর্যয়ের পর তৃণমূল সুপ্রিমো দ্বিতীয় দফার সফরে গিয়েছেন। দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে একাধিক পদক্ষেপ নিয়েছেন। এমনকি দুর্গতদের বাড়িতেও গিয়েছিলেন।